সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ইউক্রেন-রাশিয়ার আলোচনা শুরু | চ্যানেল খুলনা

ইউক্রেন-রাশিয়ার আলোচনা শুরু

পাঁচ দিন ধরে চলা যুদ্ধ বন্ধে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক বার্তা সংস্থা রয়টার্সকে আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে তাসের প্রতিবেদনে রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টায় আলোচনা শুরুর কথা জানানো হয়েছিল।
বেলারুশের গোমেল অঞ্চলে সোমবার এ আলোচনা শুরু হয় বলে আরটির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচনায় ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সেই রেজনিকভ, সার্ভেন্ট অফ দ্য পিপলের একাংশের প্রধান ডেভিড আরাকহামিয়া ও উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাই টচিতস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় কিয়েভের মূল লক্ষ্য জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং দেশটি থেকে রুশ সেনা প্রত্যাহারের ব্যবস্থা করা।
ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলাপে নিজেদের অবস্থান জানাতে চায় না রাশিয়া। কারণ নীরবে চলা উচিত।
আলোচনা এক দিন আগে শুরু না হওয়া নিয়েও আফসোস করেন পেসকভ। তার মতে, আগেই আলোচনা শুরুর সুযোগ ছিল।
এর আগে রোববার বেলারুশে আলোচনায় ইউক্রেনকে প্রস্তাব দিয়েছিল রাশিয়া, তবে ইউক্রেনের পক্ষ থেকে আলোচনার ভেন্যু নিয়ে আপত্তি জানানো হয়।
ইউক্রেনের পক্ষ থেকে সে সময় বলা হয়, বেলারুশের ভূমি ব্যবহার করে সামরিক অভিযান চালায় রাশিয়া। এ কারণে বেলারুশ আলোচনার উপযুক্ত জায়গা নয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারতের ‘স্পাই ড্রোন’ ভূপাতিত করল পাকিস্তান

‘আমাদের কেউ থামাতে পারবে না, প্রয়োজনে মোদির বাড়ি পর্যন্ত ধাওয়া করব’

পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাঙ্কার বানাতে ব্যস্ত ভারতীয়রা

ভারতের গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার

বিস্ফোরণে ধ্বংস কাশ্মীরে হামলায় ২ অভিযুক্তের বাড়ি

কাশ্মীরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।