খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন এবং একই সাথে খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও এস এ টিভি’র খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি মহল কর্তৃক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
তারা বলেন, অপপ্রচারকারীরা এই দুই সাংবাদিকের নামে মনগড়া ও অসৎ উদ্দেশ্য মূলকভাবে বিভিন্ন সংবাদ পরিবেশন করছে। সাংবাদিকদের নামে এরকম মনগড়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া আইনত দÐনীয় অপরাধ। এসব অপরাধের সাথে জড়িত প্রকৃত দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর প্রমুখ।