সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনন্ত জলিলের নতুন ছবির পরিচালনায় তেলেগু নির্মাতা | চ্যানেল খুলনা

অনন্ত জলিলের নতুন ছবির পরিচালনায় তেলেগু নির্মাতা

নির্মাণচলতি ‘দিন: দ্য ডে’র পর নতুন আরও একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। এ ছবির নাম ‘নেত্রী: দ্য লিডার’।

তার এ ছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা উপেন্দ্র মাধব।

এ তথ্য দিয়ে অনন্ত জলিলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস জানিয়েছে, ‘নেত্রী: দ্য লিডার’ ছবিটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হবে । ছবির পরিচালক হিসেবে তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধবকে চূড়ান্ত করা হয়েছে।

যদিও এর আগে জানা গিয়েছিল, ‘নেত্রী-দ্য লিডার’ ছবির পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী। ইফতেখারের নামও ঘোষণা করেছিলেন প্রযোজক অনন্ত জলিল।

ঘোষণা দিয়েও পরিচালক পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়টি রোববার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে মুনমুন ফিল্মস।

পরিচালক হওয়ায় আগে চিত্রনাট্যকার হিসেবে কাজ করতেন উপেন্দ্র। ‘বাদশাহ’, ‘দুকুডু’সহ বেশ কয়েকটি জনপ্রিয় তেলেগু ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি।

তবে ২০১৮ সালে তার পরিচালিত তেলেগু ছবি ‘এমএলএ’ দর্শকপ্রিয়তা পায়। ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কাজল আগরওয়াল ও রবি কিষান।

ছবির বিষয়ে অনন্ত জলিল জানিয়েছেন, এতে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। তিনি নিজেও অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এ ছবির মাধ্যমে ভারতের জনপ্রিয় তিন খল অভিনেতাকে এক করছেন অনন্ত। তারা হলেন – দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং, ভোজপুরী অভিনেতা রবি কিষান এবং প্রদীপ রাওয়াত।

কবির দুহান সিংয়ের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’ ইত্যাদি।

উপেন্দ্রর ‘এমএলএ’ ছাড়াও রবি কিষানের উল্লেখযোগ্য ছবিগুলো হলো – ‘লাকি : দ্য রেসার’, ‘বাটলা হাউজ’, ‘তেরেনাম’।

আমির খানের সুপারহিট চলচ্চিত্র ‘গজনী’-তে খলঅভিনেতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন প্রদীপ রাওয়াত।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।