সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩৪ দেশে বাংলাদেশের মিশন নেই: পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

১৩৪ দেশে বাংলাদেশের মিশন নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৫৮টি দেশে বাংলাদেশের ৭৭টি মিশন আছে। এছাড়া ভারতের চেন্নাই ও রুমানিয়ার বুখারেস্টে মিশন চালুর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ হিসেবে এখনো ১৩৪ দেশে বাংলাদেশের কোনো কূটনীতিক মিশন নেই।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যেসব দেশে বাংলাদেশের মিশন নেই, প্রয়োজনের নিরিখে নতুন মিশন খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এসব দেশের মধ্যে এশিয়ার চীন, আজারবাইজান, কম্বোডিয়া, লাওস ও কাজাখাস্তান, আফ্রিকার উগান্ডা, জিম্বাবুয়ে, তিউনিশিয়া, তাঞ্জানিয়া ও ঘানা, ইউরোপের আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রাঙ্কফুট, বুলগেরিয়া, হাঙ্গেরি ও ইউক্রেন, ওশেনিয়ার মেলর্বোন ও নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলি ও সাওপাওলো।

মো. মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং দেশের বিরুদ্ধে যেকোনো প্রতিকূল প্রচার মোকাবেলার জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের সহায়তায় কার্যকর ভূমিকা পালন করে থাকে।

মন্ত্রী বলেন, বিগত ৫ বছরে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচার মোকাবেলার জন্য বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ স্বাগতিক দেশের পত্রপত্রিকায় তাৎক্ষণিক প্রতিবাদলিপি প্রেরণ করেছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের ইতিবাচক ভাবমূর্তি বিনির্মাণে বিভিন্ন ধরনের প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ এবং প্রয়োজনে লবিস্ট নিয়োগ করেছে।

একে আবদুল মোমেন বলেন, সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচন বিষয়ে বিদেশি কিছু মিডিয়ায় প্রকাশিত নেতিবাচক সংবাদের বিপরীতে ওয়াশিংটনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ‘দি ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় বিশ্লেষণধর্মী লেখা প্রকাশের উদ্যোগ নেয়। ফলশ্রুতিতে এ জাতীয় নেতিবাচক সংবাদ প্রকাশ প্রায় বন্ধ হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এছাড়া ওয়াশিংটস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ‘বিজিআর’ নামে একটি লবিস্ট গ্রুপ নিযুক্ত করা হয়েছে।

এখানে উল্লেখ্য জন কূটনীতির অংশ হিসেবেও বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসসমূহ উদযাপন ইত্যাদি অনুষ্ঠানে বাংলাদেশের চলমান উন্নয়ন ও দেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষার জন্য আমাদের মিশনসমূহের প্রয়াস অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

চেয়ারম্যানসহ পিএসসির ১২ সদস্যের পদত্যাগ

খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন ২০ অক্টোবর

৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি

একনেকে ১১ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ

অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।