সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
হামাসের সামারিক শাখার প্রধান নিহত, নিশ্চিত করল ইসরায়েল | চ্যানেল খুলনা

হামাসের সামারিক শাখার প্রধান নিহত, নিশ্চিত করল ইসরায়েল

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েল। ১ আগস্ট রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিবৃতিতে আইডিএফ বলেছে, “ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই মর্মে ঘোষণা করছে খান ইউনিসের যে বাড়িতে থাকতেন মোহাম্মদ দেইফ, তা গত ১৩ জুলাই গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। গোয়েন্দাসূত্রে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে যে ওই দিনের হামলায় নিহত হয়েছেন মোহাম্মদ দেইফ।”

তবে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত এ সম্পর্কে কিছু বলা হয়নি। প্রসঙ্গত, হামাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্যেষ্ঠ নেতা বরাবরই প্রচার থেকে দূরে থাকতে পছন্দ করতেন। ঘনিষ্ট সহচররা ছাড়া তার হদিস কেউ জানতে পারত না।

এর আগে গত ১৪ জুলাই মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন বলে ধারণা করেছিল আইডিএফ, কিন্তু নিশ্চিত হতে পারেনি। ওই হামলায় অন্তন ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনাকে ‘গণহত্যা’ উল্লেখ করেছিল।

এদিকে, গতকাল ৩১ জুলাই তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ইরানের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন তিনি। যে বাড়িতে তিনি উঠেছিলেন, সেটি উড়িয়ে দিয়েছে হামলাকারীরা। তবে আইডিএফ এখনও আনুষ্ঠানিকভাবে এ হত্যার দায় স্বীকার করেনি। হানিয়া নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মোহাম্মদ দেইফের মৃত্যুসংবাদ নিশ্চিত করল আইডিএফ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

গাজা ও লেবাননের জন্য ৩.৫ মিলিয়ন ডলার অনুদান কুয়েতের

গাজায় ফের ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাল বাংলাদেশ

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার ১০ লাখ শিশু, ইউনিসেফের সতর্কবার্তা

নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫১

৪৩ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা আসছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।