সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
হানিমুনে বউয়ের সঙ্গে মা, প্রভার স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড় | চ্যানেল খুলনা

হানিমুনে বউয়ের সঙ্গে মা, প্রভার স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড়

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় নায়িকা সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও সরব থাকেন। মাঝেমধ্যে এমন সব স্ট্যাটাস দিয়ে থাকেন তিনি, যার কারণে তার ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ নায়িকা।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদিয়া জাহান প্রভা। সেই পোস্টে নায়িকা লিখেছেন- ‘হানিমুনেও নাকি মাকে নিয়ে যেতে হয়। বাইরে গেলে মার হাত ধরে ঘুরতে হয়। আর বউয়ের রান্না ভালো হলে, সেই তরকারির পাতিলটাই উলটে ফেলে দেওয়া হয়।’

নায়িকা প্রভার এমন বক্তব্য নেটিজেনদের বুঝতে খুব একটা সময় লাগেনি। তারা ধরেই নিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া র‌্যাব কর্মকর্তা পলাশ সাহার মা আরতি সাহার কথাই বলেছেন তিনি।

প্রভার এ পোস্ট নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। অনেকেই প্রভার পোস্টে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ আবার পলাশ সাহার মায়ের পক্ষেও কথা বলেছেন—পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়।

এক নেটিজেন লিখেছেন—বউ মানেই তো শুধু রাতের মানুষ না। এই কথা আরও আগে বলা দরকার ছিল। আরেক নেটিজেন লিখেছেন—ছেলে বড় হলেও কিছু মা ছেলেকে ছোটই রাখেন, যার ফল এমন মর্মান্তিক হয়।

র্যাব কর্মকর্তা পলাশ সাহার মৃত্যু আত্মহত্যা হিসেবে জানা গেলেও সামাজিক মাধ্যমে এ মৃত্যুর পেছনে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপেই প্রধান কারণ বলে মনে করেন নেটিজেনরা। এখনো সেই বিতর্ক- বউ-শাশুড়ির যুদ্ধ। এটা যেন ঘরে ঘরে নিত্যসঙ্গী। সংসারে বউ ও শাশুড়ির ভূমিকা একজন দায়িত্ববোধ পুরুষের দুই নৌকায় পা রেখে নদী পাড়ি দেওয়া।

পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহা বলেছিলেন, ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার রান্না ওর খুব ভালো লাগত, তাই শাশুড়ি রান্না বন্ধ করে দিল। তিনি বলেন, শাশুড়ি চেয়েছিলেন ছেলে বিয়ে করুক, সন্তান হোক; বউ সন্তান নিয়ে থাকুক আর উনি ছেলেকে নিয়ে থাকবেন। সুস্মিতা আরও বলেন, ‘আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য বিয়ে করে? বউয়ের শখ-আহ্লাদ কিছুই থাকবে না?

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আমাকের কালা জাদু করা হয়েছিল – মিষ্টি জান্নাত

‘তাণ্ডব’, নজর কেড়েছে জয়া অভিনয়

লাইফ সাপোর্টে তানিন সুবহা, কী হয়েছে অভিনেত্রীর

‘সালমান খানের সঙ্গে প্রেম করা কঠিন’

শুটিং সেটে বন্যহাতির আক্রমণের শিকার সজল-বুবলী

বাঁধন কোন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।