সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি হঠাৎ যেন ফুঁসে উঠেছে। এসব নদীর পানিতে ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির দীঘিনালা, নোয়াখালীর আট উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, রাঙামাটির সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের দুটি উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভয়াবহ এ বন্যায় বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুমিল্লায় আইনজীবীর মৃত্যু : বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের তরুণ এ আইনজীবীর মৃত্যু হয়। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেনের বাড়ি বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে। তার বাবার নাম নোয়াব মিয়া সর্দার।

সড়কে জলাবদ্ধতার কারণে এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার নাঙ্গলকোটে বৃদ্ধের মৃত্যু : বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে কেরামত মিয়া মজুমদার নামে তিনি মারা যান। বুধবার (২১ আগস্ট) রাত ১০ টার সময় তার মৃত্যু হয়। তিনি পৌরসভার দাউদপুর উত্তর পাড়া মজুমদার বাড়ির বাসিন্দা।

বুধবার রাত ১০টার সময় পৌরসদরের দাউদপুর উত্তরপাড়া এলাকার সঙ্গীয় কয়েকজনসহ কেরামত মিয়া জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যায় কেরামত। পরে একটি জালে আটকে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরের মৃত্যু : একই দিন কুমিল্লার বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক পিলারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পর্শ হয়ে রাফি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নগরীর ছোটরা এলাকার বাসিন্দা। কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আখাউড়ায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা মারা গেছেন। ঘরে উজানের ঢলের পানি ঢুকে পড়ায় তাড়াহুড়া করে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে পানিতে ডুবে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফুর রহমান ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের দেওয়া তথ্য মতে, হাসপাতালে নেওয়ার আগেই ওই নারী মারা গেছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রাম করতে হবে না: শফিকুর

খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

আমির হোসেন আমু গ্রেপ্তার

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।