সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় টিসিবির মাল কালোবাজারে! অভিযানে সদর সার্কেল | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় টিসিবির মাল কালোবাজারে! অভিযানে সদর সার্কেল

সাতক্ষীরায় বুধবার সকাল থেকে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে টিসিবির ডিলারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ৩০০ কেজি চিনি, ৭০০ কেজি মসুরের ডাল, ৮০০ লিটার সয়াবিন তেল ও ৭০০ কেজি পেয়াজ বিক্রির কথা ছিল।

কিন্তু স্পটে আনা হয়েছিল ১৯৪ কেজি চিনি, ২০২ কেজি ডাল, ৭৪০ লিটার তেল ও ৪১৩ কেজি পেয়াজ। এ ঘটনা একদিনের নয়, প্রায় সুলভ মূল্যে টিসিবির পণ্য কিনতে এসে দীর্ঘ লাইনে দাড়িয়েও মালামাল না পেয়ে খালি হাতে ফিরতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষদের।

এ ধরনের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে আজ বুধবার সকালে সেখানে আকস্মিক অভিযান চালান সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন।

ধরা পড়ে টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলামের বিশাল কারসাজি। স্পষ্ট হয় বরাদ্দপত্র ও স্পটে নিয়ে আসা পণ্যের বিস্তর ফারাকের বিষয়টি। বাকী পণ্য অতিরিক্ত দামে কালোবাজারে চলে ছেড়ে দেওয়া হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, অনেক দিন থেকেই খবর পাচ্ছিলেন জনগণের কাছে বিক্রির নির্ধারিত পরিমান পেয়াজ, চিনি, তেলসহ বিভিন্ন মালামাল নিয়ে আসার কথা থাকলেও কম পরিমান মালামাল এনে অর্ধেকের বেশী জনগণকে খালি হাতে ফেরত দিচ্ছিল টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম। সেই খবরের ভিত্তিতে বুধবার ভোরে পুলিশ স্পটে অবস্থান নেয় এবং প্রথমে কী পরিমান মালামাল থাকার কথা সেই তালিকা নেন এবং আছে কী পরিমান তা চেক করে ডিলারের বিশাল কারসাজি ধরে ফেলেন।

তিনি আরও জানান, ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ঘুষ, অনিয়ম ও দূণীতির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন!

তালায় স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত

তালায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি

তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার!

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।