সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
লেবাননে ইসরাইলি গুপ্তচরযন্ত্র উদ্ধার, উত্তেজনা চরমে | চ্যানেল খুলনা

লেবাননে ইসরাইলি গুপ্তচরযন্ত্র উদ্ধার, উত্তেজনা চরমে

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ইসরাইলি গুপ্তচরযন্ত্র শনাক্ত ও জব্দ করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক মাটি দিয়ে তৈরি দুটি বাঁধও অপসারণ করা হয়েছে।

লেবাননের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা মেহের-এর।

প্রতিবেদন অনুযায়ী, লেবানিজ সেনা কমান্ডের অধীনস্থ অরিয়েন্টেশন ডিরেক্টরেট-এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘দক্ষিণাঞ্চলে চলমান প্রকৌশলিক জরিপ অভিযানের সময়, একটি বিশেষায়িত সেনাদল দক্ষিণ-পূর্ব লেবাননের ব্লিদা-মারজায়উন গ্রামের উপকণ্ঠে একটি ক্যামেরা-সংবলিত গুপ্তচরযন্ত্র শনাক্ত করে। এটি খুবই দক্ষতার সঙ্গে সুক্ষ্মভাবে স্থাপন করা হয়েছিল। সেনাদলটি তা সফলভাবে অপসারণ ও নিষ্ক্রিয় করেছে’।

এতে আরও বলা হয়, ব্লিদা ও মায়স আল-জাবাল গ্রামের ভেতরে ইসরাইলি বাহিনীর নির্মিত দুটি মাটির বাঁধও সেনাবাহিনী অপসারণ করেছে।

জাতিসংঘের সঙ্গে সমন্বয় ও সার্বভৌমত্ব রক্ষা
লেবানিজ সেনাবাহিনী জানিয়েছে, তারা জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (UNIFIL)-এর সঙ্গে সমন্বয় রেখে দক্ষিণ সীমান্তে ইসরাইলের চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রেখেছে।

এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানায়, শনিবার সকালে ইসরাইলি বাহিনীর একটি দল দুটি বুলডোজার নিয়ে লেবাননের মায়স আল-জাবালের আল-মারাজ আঙুরক্ষেত এলাকায় প্রবেশ করে। সেখানে তারা বেআইনিভাবে একটি মাটির বাঁধ নির্মাণ করে এবং লেবাননের প্রায় ১০০ মিটার এলাকা দখল করে নেয়, পরে তারা সেখান থেকে সরে যায়।

অস্ত্রবিরতির পরও উত্তেজনা চলমান
২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যা গাজায় যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্তে চলমান সংঘর্ষ বন্ধ করে দেয়। তবে অস্ত্রবিরতির মাঝেও যুদ্ধবাজ ইসরাইল মাঝে মাঝেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

এরমধ্যেই সাম্প্রতিক গুপ্তচরযন্ত্র উদ্ধারের ঘটনা ও সীমান্ত লঙ্ঘনের ঘটনা আবারও ইসরাইলি আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রশ্ন সামনে এনে দাঁড় করেছে।

পর্যবেক্ষকদের মতে, এ ধরনের ঘটনা অস্ত্রবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইন্টারনেট নেই তিন সপ্তাহ, আরও ভয়াবহ অর্থনৈতিক সংকটে ইরান

‘১৫ মিনিটের মধ্যে রাজি হও, নয়তো মৃত্যু’, মাদুরোকে আটকের পর দেলসিকে বলেছিল যুক্তরাষ্ট্র

সি–ঘনিষ্ঠ জেনারেলের বিরুদ্ধে তদন্তে চীনা কমিউনিস্ট পার্টি, বিশ্লেষকদের সতর্ক নজর

কাশ্মীরে খাঁড়া উঠতে গিয়ে ২০০ ফুট খাদে ভারতীয় সাঁজোয়া যান, ১০ সেনা নিহত

দাভোসে শান্তি পরিষদ সনদ স্বাক্ষর আজ, আমৃত্যু চেয়ারম্যান হতে পারেন ট্রাম্প

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।