
১৬ ঘন্টা অতিবাহিত হলেও রূপসা নদীতে ডুবে যাওয়া শেখ মহিদুল হক মিঠুর সন্ধান মেলেনি এখনো। গতকাল রোববার রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার পন্টুনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পশ্চিম রূপসা ঘাট থেকে আসাদুল মাঝি ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটে আসছিলো। এসময় ট্রলার মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব রূপসা ঘাট পন্টুনে জোরালো ধাক্কা লাগে। ট্রলারে থাকা তিনজন যাত্রী নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়া যাত্রীদের মধ্যে একজন উঠতে পারলেও রূপসার তালিমপুর গ্রামের বাসিন্দা সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু (৪০)সহ এক নারী উঠতে পারেনি। নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ট্রলারের যাত্রী সন্ধানী ক্লিনিকের আইটি অফিসার নাজমুল হাসান বলেন, ট্রলারে অতিরিক্ত যাত্রী ছিলো, বাতি ছিলো না। মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহি ট্রলার পন্টুনে ধাক্কা লাগে। ধাক্কা লেগে তিনজন নদীতে পড়ে গেলে একজন উঠতে পারলেও সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠুসহ বোরকা পরিহিত এক নারী উঠতে পারেননি।


