সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি | চ্যানেল খুলনা

রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি

এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। অপরদিকে এ নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছে কংগ্রেস।

রাহুল গান্ধীর ধাক্কায় নাকি মাথায় আঘাত পেয়েছেন বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গি। তারই জেরে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়েছেন তিনি। এমন আবহে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি।

অন্যদিকে লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাকে ধাক্কা দেওয়া হয়েছিল।

এদিকে আহত বিজেপি সংসদ সদস্যকে হাসপাতালে গিয়ে দেখে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রহ্লাদ যোশী। সমাজবাদী পার্টির সংসদ সদস্য অবধেশ প্রসাদও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রতাপ চন্দ্রের সঙ্গে।

এ সময় তিনি বলেন, যা ঘটেছে তা দুঃখজনক এবং গণতান্ত্রিক বিশ্বাসের পরিপন্থি। এটা হওয়া উচিত নয়। সংসদের কিছু ডেকোরাম আছে এবং এটি প্রত্যেকেরই বজায় রাখা উচিত।

ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, রাহুল গান্ধী আজ বিজেপির দুই সংসদ সদস্যকে ঠেলে ফেলে দিয়েছেন, যারা এখন হাসপাতালে ভর্তি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের। সংসদ কোনো কুস্তির আখড়া নয়।

এদিকে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল এএনআই-কে বলেন, আসলে, বিজেপি এমপিরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করেন। তারা বিরোধী দলনেতার পথ আটকে দিয়েছিলেন। আমরা ইতোমধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এ নিয়ে।

আরেক কংগ্রেস নেতা কে সুরেশ এএনআই-কে বলেন, কংগ্রেস এমপিরা স্পিকারের সঙ্গে দেখা করে বিজেপি এমপিদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে ঢোকার চেষ্টা করলে বিজেপি এমপিরা তাকে ঢুকতে দেননি… এরপর তিনি হাউসে ঢোকার জন্য ধাক্কাধাক্কি করেন।

এদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ অভিযোগ করেন, রাহুল গান্ধী এসে এক এমপিকে ঠেলে দিলেন। সেই এমপি তখন আমার ওপরে এসে পড়েন। এতে আমি পড়ে যাই। আমি তখন শিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিলাম।

অন্যদিকে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি এমপিরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আমাকে ধাক্কা দেওয়া হয়, হুমকিও দেওয়া হয়। তাই এটা ঘটেছে…। হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা দেওয়া হয়েছে)।

কংগ্রেস নেতা আরও বলেন, আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভেতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি এমপিরা আমাদের ভেতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন… তারা আসলে সংবিধানকে আক্রমণ করছেন এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইসরায়েলি হামলায় রয়টার্স, এপি, আল-জাজিরা ও ইনডিপেনডেন্টের সাংবাদিক নিহত

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

৩০ দিন আটক থাকলেই পদ হারাবেন এমপি-মন্ত্রী—বিল নিয়ে ভারতে উত্তেজনা

ট্রাম্পের মন পেতে মরিয়া জেলেনস্কি, এলেন ফরমাল পোশাকে, বারবার ধন্যবাদ দিলেন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

পুতিন-জেলেনস্কিকে নিয়ে শুক্রবার বৈঠক করতে চান ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।