সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মহামারিতে ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা না করলে কারফিউ দিয়েও ঘরে রাখা যাবে না : মঞ্জু | চ্যানেল খুলনা

মহামারিতে ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা না করলে কারফিউ দিয়েও ঘরে রাখা যাবে না : মঞ্জু

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণে কোনও পরিকল্পিত ও কার্যকরী রোডম্যাপ তৈরি করতে পারেনি। সরকারের অযোগ্যতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। মহামারিতে নিঃস্ব মানুষের খাবারের দায়িত্ব না নিলে এরপর লকডাউন কেন কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না। প্রাণ বাঁচাতে আয় রোজগারের আশায় ঝুঁকি নিয়ে হলেও মানুষ বাইরে বেরিয়ে পড়বে। রবিবার (১১ জুলাই) বেলা ২টায় মহানগর বিএনপির উদ্যোগে নগরীর খালিশপুর থানার ১৩ ও ১৫নং ওয়ার্ডে সামাজিক দুরত্ব মেনে ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মঞ্জু আরো বলেন, আমরা সীমিত সামর্থ্যের মধ্যে মানুষজনকে সহযোগিতার ব্যবস্থা করে যাচ্ছি। করোনা মহামারীতে খুলনা অঞ্চলে সংক্রমিত রোগীদের চিকিৎসায় ব্যাপক অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে অক্সিজেন এবং প্রয়োজনীয় ওষুধের অভাবে বহু রোগী ন্যুনতম চিকিৎসা না পেয়ে মৃত্যুবরন করছে। বিএনপি আগে থেকেই বলেছিলো হাসপাতালগুলো পর্যাপ্ত পরিমাণ আইসিইউ বেডের ব্যবস্থ, অক্সিজেন সরবারহের ব্যবস্থা ও ওষুধের ব্যবস্থা করা হোক কিন্তু সরকার সে প্রস্তাব গ্রহন করেনি। দেশের এই চরম দুঃসময়ে সরকারের লিপ সার্ভিস দেয়া মন্ত্রীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার জেলে নেয়ার হুমকি দিচ্ছেন। জনগণকে রক্ষা না করে, সারাদিন বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা, অসত্য বয়ান আর জেল-জুলুমের হুমকি দিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, এড, ফজলে হালিম লিটন, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনুহাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, ম শ আলম, এইচ এম আবু সালেক, ইমতিয়াজ আলম বাবু, সাজ্জাদ আলী,আ: রহমান ডিনো, মনিরুজ্জামান মনি, নুরে আব্দুল্লাহ, জসিম উদ্দিন, বারেক হাওলাদার, কাজী একরাম মিন্টু,শেক আব্দুর রহিম, বাবুল মুন্সি, আবুল কালাম, কাজী মো. একরাম হোসেন, মোজাম কমান্ডার, শহিদুল ইসলাম বাবু, সেলিম কাজি, আ: হালিম, পিয়ার সুমন, রফিকুল ইসলাম সুমন, ইব্রাহিম হোসেন, শওকত আলী মাসুম, আশিক মাহমুদ নকিব, আক্তার হোসেন, মেহেদী হাসান মনা, মো. সেলিম, মাসুম চৌধুরী, হাবিবুর রহমান, শহিদুজ্জামান জুয়েল, মিজানুর রহমান, ইদ্রিস আলী, খালেদা পারভিন, শারমিন বেগম, শাহিন, নুর ইসলাম, বাবুল, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর বিএনপিতে আন্দোলনবিমুখ ও বিশ্বাসঘাতকদের স্থান হবে না

জনতা ব্যাংক পিএলসি, খালিশপুর শাখায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত

খুলনা-৩ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওঃ আব্দুল আউয়ালের মোটরসাইকেল শোডাউন

ইসলামী আন্দোলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময়

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় খুলনায় নিসচার দোয়া-মাহফিল

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।