সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে : উপাচার্য | চ্যানেল খুলনা

ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদানকারী নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন অর্জনে নবীন শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখা জরুরি। এ জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বিএনকিউএফ সম্পর্কে সম্যক ধারণ থাকতে হবে। নতুন সিস্টেমের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। মুক্ত ভাবনা ও চেতনা নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। একই সঙ্গে আইন-কানুন, নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নবীন শিক্ষকরা নিয়োগ পেয়েছেন। মেধা ও দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে তাঁদের ভূমিকা রাখতে হবে। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, নবীন শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। কাঠামোগত ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হয়েছেন, সেই মর্যাদা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। তিনি নবীন শিক্ষকদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে উপাচার্য ড. মোঃ রেজাউল করিম ‘উচ্চশিক্ষায় শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে পেশাগত জ্ঞান’ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও আউটকাম বেজড এডুকেশন এবং কারিকুলাম ডেভেলপমেন্ট বিষযে সেশন উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সদ্য যোগদানকৃত প্রভাষকরা অংশগ্রহণ করছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করলেন উপাচার্য ও উপ-উপাচার্য

ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে : উপাচার্য

কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে অধ্যাপক মাহফুজুর রহমানের ব্যাপক গণসংযোগ

পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় নতুন ও নমনীয় শিক্ষণ-পদ্ধতি গ্রহণ জরুরি : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।