
বিকরণ যুব কল্যাণ ফাউন্ডেশন আয়োজনে হাজী মুহাম্মদ মুহাম্মদ মহাসীন কলেজে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং রক্তদাতা সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) খালিশপুরের হাজী মুহাম্মদ মুহাম্মদ মহাসীন কলেজে এই ক্যাম্পেইন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল ইসলাম আলমগীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাসার, প্রভাষক খন্দকার মুকুল আহমেদ। উপদেষ্টা হাঃ মাওঃ মারুফ হাসান হৃদয়। একুশের আলোর প্রতিষ্ঠা মোঃ মাহাবুবুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী কোষাধ্যক্ষ ইরাক আলি, দপ্তর সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক আল আমিন, মোঃ হাফিজুর রহমান, খায়রুজ্জামান পনির, মোঃ মনিরুল ইসলাম, খোকন শেখ প্রমুখ
হাজী মুহাম্মদ মুহাম্মদ মহাসীন কলেজ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রগ্রামে অংশগ্রহণ করে। এবং রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য গত রবিবারেও সংগঠনটি একটি মাদ্রাসায় একই কার্যক্রম করেন। এই দুই দিনে প্রায় ২০০ জন রক্তদানর তথ্য সংগ্রহ করেন।


