সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বাস টার্মিনালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন এমপি রশীদুজ্জামান | চ্যানেল খুলনা

বাস টার্মিনালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন এমপি রশীদুজ্জামান

পাইকগাছা পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের লক্ষে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর কর্তৃপক্ষ এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর সদরের পাইকগাছা-কয়রা প্রধান সড়কের পশ্চিম পাশের শিববাটী মৌজার প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।

এ সময় তিনি বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ সহ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, বাসমালিক সমিতির শেখ হারুন অর রশিদ হিরো, শেখ জাহিদুল ইসলাম, আলহাজ¦ ফজলুর রহমান, ব্যবসায়ী মিনারুল ইসলাম সানা, কৃষ্ণপদ মন্ডল, জিয়াউর রহমান, মৃণাল কান্তি বাছাড়, পার্থ প্রতীম চক্রবর্ত্তী, রিপন রায়, আরিফ আহম্মেদ জয়, আনারুল ইসলাম, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, আবুল কালাম, সাইদুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, জীবন কিশোর রায়, সুবীর ঘোষ ও মুজিবর রহমান মল্লিক।

উল্লেখ্য, ২০১৯ সালের ২ মে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না স্বাক্ষরিত এক পত্রে পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য শিববাটী মৌজার ৪৩ নং খতিয়ানের ১২৫ দাগের ০.৫৫ একর, এসএ-১ নং ও হাল ১৫৬ খতিয়ানের ১২৪ হাল ১১৭ দাগের ০.৮৫ একর এবং ১৮নং খতিয়ানের ১৪০ দাগের ০.১০ একর সহ সর্বমোট ১.৫০ একর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়। নানা কারণে যেটি এখনো বাস্তবায়ন হয়নি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

শেখ হাসিনার দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: বকুল

রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য: বকুল

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডুমুরিয়ায় ইউপি সদস্যার বাড়িতে দুঃসাহসিক চুরি

সমুদ্রসৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।