সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বরিশাল সমিতির উদ্যোগে দোয়া মাহফিল, বর্ষবরণ সভা ও পিঠা উৎসব | চ্যানেল খুলনা

বরিশাল সমিতির উদ্যোগে দোয়া মাহফিল, বর্ষবরণ সভা ও পিঠা উৎসব

প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার আয়োজনে গতকাল রূপসা ব্রীজের টোল প্লাজা সংলগ্ন হাওলাদার গার্ডেনে দোয়া মাহফিল, বর্ষবরণ সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে সাবেক জেলা আনসার এ্যাডজুটেন্ট বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোার বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডি আই জি মোঃ মাহবুব হাকিম, পল্লী বিদ্যুৎ সমিতি খুলনার সাবেক সিনিয়র জি এম শহীদুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি অধ্যক্ষ দেলওয়ারা বেগম এবং খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির উপস্থিতি থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন।

রূপসা থানার ওসি মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।

মিসেস নাজমা আমিন বুলুর আতিথেয়তায়, অনুষ্ঠানের চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর উপস্থাপনায় সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদার।

অনুষ্ঠানের শুরুতেই সমিতির প্রয়াত সদস্য এবং আপনজনদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বব্যাপী করোনার ছোবল থেকে মুক্তির লক্ষ্যে দোয়া পরিচালনা করেন সমিতির নেতা আলহাজ্ব রোটাঃ মোঃ মোস্তফা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের আহবায়ক সমিতির ডোনার মেম্বর হুমায়ুন কবির বালি।

বরিশালের ঐতিহ্য অনুযায়ী সমিতির মহিলা সদস্যদের তৈরি করা বিভিন্ন শীতের পিঠা, রকমারী নঁকশী পিঠা, রসের পায়াস উপস্থিত সকলে উপভোগ করেন। বিকেলে পুরুষ সদস্যদের বড়শী দিয়ে মৎস্য শিকার এবং গভীর রাত পর্যন্ত অতিথি এবং নিজস্ব শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে। অবশেষে প্রীতি নৈশঃভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, মোঃ খলিলুর রহমান, আলহাজ্ব এনামুল কবির, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল, কোহিনুর কাঞ্চন, আবুল কালাম কবির, আলহাজ্ব দেলোয়ার হোসেন তালুকদার, খুরশিদ জাহান আসমা, বিপ্লব দাস, ডাঃ সামসুল হক, আসমা আক্তার রিতা, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, মনির হোসেন, সরোয়ার হোসেনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

আমাদী ইউনিয়ন যুব বিভাগের নির্বাচনী কর্মশালা

ফ্যাসিস্টদের কেউ যেনো বিএনপি’র মধ্যে অনুপ্রবেশ করতে না পারে : আলি আসগার লবি

কুৎসা রটানোর মাধ্যমে বিরোধীরা বিএনপি’র নেতাকর্মীদের মনোবল ভাঙতে চাইছে

খুলনার বড়বাজারে নিষিদ্ধ পলিথিন উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।