২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বাজার বনিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটি এ সভার আয়োজন করে।
গতকাল সোমবার সন্ধ্যায় বাজার চত্বরে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, ফুলবাড়িগেট বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ইকবাল হোসেন মিজান।
সভায় বক্তৃতা করেন সভাপতি প্রার্থী মীর কায়ছেদ আলী, মোঃ আল মামুন জুয়েল, সহ-সভাপতি প্রার্থী মোঃ সিরাজ আলী, হাসিবুর রহমান উজ্জ্বল, বাচ্চু শেখ, রুহুল আমিন, মাসুদ মোড়ল, গোলাম রসুল লিটন, আওয়াল বেপারী, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী শেখ হুমায়ুন কবির বিল্লাল, গোলাম কিবরিয়া, কাজী হাফিজুর রহমান, আজিজুর রহমান আজু, আব্দুর রব মুন্সী, মোঃ জাকির হোসেন, আল মামুন, আজাদ বেগ বাবু, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী, জামাল হোসেন, মোল্লা আবুল কালাম আজাদ, আজিবর রহমান, আজাদ হাওলাদার, নাসির শেখ, হাসান বেগ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মেহেদী হাসান বাপ্পী, শওকত মোড়ল, জাহিদ হোসেন, মোঃ শামীম, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী মোঃ শাহজাহান, মিরাজুল ইসলাম, ওয়ালিউল্লাহ, নুর আলম, কোষাধ্যক্ষ প্রার্থী হাবিবুর রহমান, মোঃ মোতালেব, প্রচার সম্পাদকপ্রার্থী আব্বাস তালুকদার, নজরুল ইসলামসহ সদস্য প্রার্থীগণ।