সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সরকারি পুকুর দখলমুক্তের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন | চ্যানেল খুলনা

ফকিরহাটে সরকারি পুকুর দখলমুক্তের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের তৈয়ব আলী বটতলা এলাকায় সরকারি খাস সম্পত্তি কাগতির পুকুর দখলমুক্তের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।

স্থানীয়রা জানান, সিডিএসপি প্রকল্পের আওতাভুক্ত এ পুকুরটি বহুদিন ধরে গ্রামবাসী গোসল ও রান্নার কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার বক্কার মোড়ল ও ইউনুস শেখ সরকারি ওই পুকুর দখল করে মাছ চাষ শুরু করেছেন। এমনকি কেউ পুকুরে গোসল বা পানি নিতে গেলে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে অংশ নিয়ে প্রবীণ বাসিন্দা আব্দুল গণি (৬০) বলেন, “আমার জন্মের পর থেকেই আমরা এই পুকুরে গোসল ও রান্নার পানি ব্যবহার করছি। কিন্তু হঠাৎ করে ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। আমরা এদের হাত থেকে মুক্তি চাই।”স্থানীয় শিক্ষক মো.শহিদুল্লাহ বলেন, “সরকারি সম্পত্তি সবার জন্য উন্মুক্ত। অথচ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”মানববন্ধনে অংশ নেওয়া শিরিনা বেগম বলেন, “আমি পানি আনতে গেলে বক্কার মোড়ল ও ইউনুস শেখ বাধা দিয়েছে। আমরা চাই পুকুরটি আগের মতো সবার জন্য উন্মুক্ত হোক।”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে সাধারণ মানুষকে ব্যবহার থেকে বঞ্চিত করা একধরনের ভূমিদস্যুতা। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের জোর দাবি জানান।এলাকাবাসীর একটাই আকুতি“যে পুকুরের জলে আমাদের প্রজন্ম বেড়ে উঠেছে, সেই পুকুর যেন আবার সবার জন্য ফিরে আসে।”

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে বিভিন্ন দুর্গা মন্দিরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতার আর্থিক অনুদান প্রদান

মোংলায় নৌবাহিনীর বিভাগীয় নৌ-কমান্ডারের পূজামন্ডপ পরিদর্শন

চিতলমারীতে দেড় শতাধিক দুর্গা মন্দিরে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের আর্থিক অনুদান প্রদান

ফকিরহাটে বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিতলমারীতে দুটি মন্দিরে ৩২২ প্রতিমা দিয়ে দেশের বৃহত্তম দুর্গাপূজার আয়োজন

ফকিরহাটে সরকারি পুকুর দখলমুক্তের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।