সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন প্রিয়াংকা | চ্যানেল খুলনা

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন প্রিয়াংকা

প্লাস্টিক সার্জারি নিয়ে প্রিয়াংকা চোপড়ার অভিজ্ঞতা সুখকর নয়। কুড়ি বছর আগে এক পরিচালক তাকে প্লাস্টিক সার্জারির পরামর্শ দিয়েছিলেন। এ নিয়ে যারপরনাই বিরক্ত এই বলিউড সেনসেশন। এত বছর বিষয়টি সামনে আনলেন প্রিয়াংকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আত্মজীবনী ‘আনফিনিশড’ নিয়ে আলোচনা করতে গিয়ে প্রিয়াংকা চোপড়া বলেন, এক পরিচালক তাকে দেহের ‘অনুপাত’ ঠিক করার জন্য অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন।

নিজের বইয়ে প্লাস্টিক সার্জারি নিয়ে কোনো কথা বলছেন কিনা–এমন প্রশ্নে প্রিয়াংকার জবাব, প্লাস্টিক সার্জারির বিষয়ে সাফাই দেওয়ার জন্য বইটি লিখিনি। জীবনের মাইলফলকগুলো নিয়েই লিখছি। কিন্তু কিছু কিছু বিষয় নিজের মনের মধ্যে রেখে দিয়েছিলাম। এগুলো আমাকে কষ্ট দিয়েছে।
২০০০ সালে মিস ইউনিভার্স হওয়ার পর এক পরিচালকের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা তুলে ধরেন প্রিয়াংকা। সেই পরিচালক তাকে পরামর্শ দিয়ে বলেন প্লাস্টিক সার্জারি করানোর কথা। লস অ্যাঞ্জেলেসে এক চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও তাকে দেওয়া হয়েছিল বলে জানান প্রিয়াংকা। এমনকি তিনি প্রিয়াংকাকে হেঁটে চলেও দেখাতে বলেছিলেন।

আত্মজীবনীতে অভিনয় করতে গিয়ে নেতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রিয়াংকা। তিনি বলেন, আমি একজন নারী। বিনোদনের জগতে কাজ করি। এই জায়গাটি পুরুষতান্ত্রিক। যারা বিনোদন দেন, তারা নিজেদের দুর্বলতাগুলো দেখালে, মানুষ তাদের টেনে নিচে নামাতে ভালোবাসেন। এগুলো মেনে নিয়েই এগোতে যা সহ্য করতে হয়েছে, সেগুলো নিয়ে কখনও কথা বলিনি।

প্রিয়াংকা দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন। তিনি হলিউডেও কাজ করেছেন। তার সেসব অভিজ্ঞতা উঠে এসেছে আত্মজীবনীতে।

তথ্যসূত্র: আনন্দবাজার।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

পাকিস্তানের কালো তালিকায় সালমান, কী বলছেন নেটিজেনরা

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

ফের বিয়ে করেছেন জেমস, হয়েছেন পুত্র সন্তানের বাবা

ফেসবুকে পরিবার দেখিয়ে কখনো টাকা আয় করতে চাইনি: রিপন মিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।