সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল খুলনা

প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না হওয়ার কারণ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নিহতদের স্বজনেরা লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও তাঁরা দেননি। এখন প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রথমে চারজন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন নিহত হন। সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না করেই দাফন করা হলে তা নিয়ে শুরু হয় সমালোচনা; উদ্বেগ জানায় মানবাধিকারকর্মীরা।

এ বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নিহতদের স্বজনেরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনেরা দেননি। তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

‘যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’

তিনি বলেন, ‘অনেক সাংবাদিক জীবন বাজি রেখে গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করেছেন। তাঁদের আমি ধন্যবাদ জানাই। এর ফলে সাধারণ মানুষ ঘটনাটি দেখতে পেরেছে, সঠিক তথ্য পেয়েছে।’

গোপালগঞ্জের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই কমিটি তদন্তের মাধ্যমে নির্ধারণ করবে দায়টা আসলে কার। তারা পুরো বিষয় সবার সামনে তুলে ধরবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই মূলত এটি পরিদর্শন করা হয়েছে। যারা বিদেশে যাওয়া-আসা করে, তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনে ঝামেলা হয় কি না—এসব দেখার জন্য আজকে পরিদর্শনে এসেছি।’

তিনি বলেন, ‘বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকা খুবই সুন্দর, আধুনিক ও যুগোপযোগী হয়েছে। এটির কাজের অগ্রগতি ৯৯ দশমিক ১৮ শতাংশ হয়েছে। তবে কবে নাগাদ এটি উদ্বোধন হবে—এ বিষয়ে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবেন।

‘তৃতীয় টার্মিনালের কর্মক্ষমতা অনেক বেশি। বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে আগে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়।’

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ প্রমুখ।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা ইসরাফিল

প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

গোপালগঞ্জে সহিংসতা: ঢামেকে মারা যাওয়া যুবক রিকশা চালাতেন, নিহত বেড়ে ৫

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আদালতে পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।