সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় জোর করে মাছ চাষের অভিযোগে পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় মামলা,আটক-১ | চ্যানেল খুলনা

পাইকগাছায় জোর করে মাছ চাষের অভিযোগে পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় মামলা,আটক-১

পাইকগাছা: – ডিডের মেয়াদ শেষ হয়ে যাবার পরও জমি ছেড়ে না দেয়ায় এবার ইটভাটা মালিক পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জমির মালিক উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের মৃত্যুঞ্জয় ঘোষ বাদী হয়ে থানায় ইটভাটা মালিক একই গ্রামের আঃ মজিদ মোড়ল ও তার পুত্র মাহবুবুর রহমান মিঠুকে আসামী করে গত ১৫ জানুয়ারী মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার প্রধান আসামী মাহবুবুর রহমান মিঠুকে গতকাল শনিবার ভোরে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, মৃত্যুঞ্জয় ঘোষের সহোদর অখিল ঘোষ আঃ মজিদ মোড়লের ইটভাটায় অংশিদার হওয়ার সুবাদে মৃত্যুঞ্জয় ঘোষ ও অখিল ঘোষের ১৮বিঘা পৈত্রিক জমি মৌখিকভাবে ডিড নিয়ে মৎস্য চাষ শুরু করেন আঃ মজিদ মোড়ল। এক পর্যায়ে ২০১৬ সালে ইটভাটার আর্থিক লেনদেনকে কেন্দ্র করে অখিল ঘোষ ও মজিদ মোড়লের মধ্যে বিরোধ দেখা দেয়। তখন অখিল ঘোষ তাদের ঘেরের জমি ছেড়ে দিতে বললে আঃ মজিদ মোড়ল টালবাহানা শুরু করে। এভাবে ৩/৪ বছর বিনা হারীতে জোর করে অখিল ঘোষদের জমিতে মাছ চাষ করতে থাকে মজিদ মোড়ল। গেল বছরের জানুয়ারীতে এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জমি ছেড়ে দেবে বলে মজিদ মোড়ল ষ্ট্যাম্পে লিখিত অঙ্গিকার করে। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও জমি ছেড়ে না দেয়ায় আবারো থানায় অভিযোগ করেন অখিল ঘোষ। থানায় দু’দফা বসাবসি হলে মজিদ মোড়ল মৃত্যুঞ্জয় ঘোষের স্বাক্ষরীত একটি জাল ডিডের কাগজ দেখায়। ওই ডিডটা যে জাল-ভূয়া তা থানার বাসাবসিতে প্রাথমিকভাবে প্রমানিত হয়। সর্বশেষ এ ঘটনায় মৃত্যুঞ্জয় ঘোষ বাদী হয়ে পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় (পেনাল কোডের ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধরায়) মামলা দায়ের করেন। মামলা নং-১৫, তারিখ-১৫/০১/২০২১। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, ধৃত আসামী মিঠুকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামী আঃ মজিদ মোড়ল পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ২২ বোতল উইন কোরেক্স ও ১০৫টি ইয়াবাসহ গ্রেপ্তার ২

খুলনায় ফুল হাতে নতুন কারাগারে ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

খুলনায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

ডুমুরিয়ায় নারী ও স্বাস্থ্যকর্মীদের সমাবেশ

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা লুট

খুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, তদন্ত কমিটি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।