সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় চাঁদার চিঠি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা:থানায় জিডি | চ্যানেল খুলনা

পাইকগাছায় চাঁদার চিঠি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা:থানায় জিডি

পাইকগাছা প্রতিনিধি: – পাইকগাছায় প্রতিপক্ষকে ফাঁসাতে চাঁদার চিঠি দিয়ে ঘায়েল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টিকে নিয়ে পাইকগাছা থানায় জিডি করেছেন ভূক্তভুগি নিরীহ আব্দুস সেলিম।

জিডি সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের সদর উদ্দিন সরদারের পুত্র আব্দুস সেলিম পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কোর্ট এলাকায় প্রায় ২৬ বছর যাবত বসবাস করছেন এবং সোলাদানা ইউপির পশ্চিম কাইনমুখি মৌজায় জৈনক জলিল সাহেবের মৎস ঘেরে ম্যানেজার হিসেবে দেখাশুনা করতেন। ২০১৭ সালে জলিল সাহেবের ঘের ছাড়িয়া চাকরিতে ইস্থফা দেন আব্দুস সেলিম। ইতিমধ্যে জলিল সাহেবের মৎস ঘেরের ডিড মেয়াদ শেষ হলে সেলিম সহ পাইকগাছার কয়েকজন উক্ত ঘেরে নিজ নিজ নামে ডিড করতে থাকলে সেলিমের শত্রুপক্ষীয় লোকজন সেলিমের নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট পোষ্ট অফিসের মাধ্যমে চাঁদা চেয়ে চিঠি পাঠায় বলে জিডিতে তিনি উল্লেখ করেন।

চিঠি পেয়ে সাতক্ষীরার আলীপুর এলাকার জৈনক রেজা ০১৬৪১-৫৩০৩০৯ নং এবং সাতক্ষিরার বাকাল গ্রামের মিন্টু হোসেন ০১৯৬৩-৩৪৬২৬৬ নাম্বার থেকে ফোন দিয়ে চাঁদার টাকার বিষয়ে বল্লে তখনি সেলিম উপরুক্ত বিষটি তখন জানতে পারে।

চাঁদার বিষয়ে জৈনক রেজারর কাছে জানতে চাইলে তিনি বলেন, গত কয়েকদিন আগে আমার কাছে কোটি টাকা চাঁদা চেয়ে আব্দুস সেলিম নামে ০১৭৬১-৭৩৩২৫৭নং লেখা চিঠি এসেছে আমি উক্ত নাম্বারে যোগাযোগ করে আমার সাথে দেখা করে বিষটি মিটিয়ে নেয়ার বিষয়ে বল্লে তিনি আমার সাথে দেখা করেননি এবং চাঁদার বিষয়ে আলোচনাও করেননি। এক প্রশ্নের উত্তরে রেজা বলেন তিনি চাঁদা চাওয়ার বিষয়ে থানায় জিডিও করেননি।

নিরীহ সেলিম বলেন চিঠি দিয়ে চাঁদা চাওয়ার বিষয়ে আমি কিছু জানিনা। আমার শত্রুপক্ষীয় লোকজন আমাকে ফাঁসাতে এমটা করছে বলে আমি ধারনা করছি। উপান্ত না পেয়ে উপরুক্ত ঘটনা উল্লেখ করে পাইকগাছা থানায় সাথারণ ডাইরি করেছে যার নাং ৮৪৪/ ১৬/১২/২০২০ ইং।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

মরণ ব্যাধি ক্যান্সারের কাছে হার মানলেন মাসুদ চৌধুরী

দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা সোসাইটির পক্ষ থেকে এতিমখানায় নগদ অর্থ উপহার প্রদান

খুলনা সদর থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তেরখাদায় গৃহবধুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

কেসিসির সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর ৫ ব্যাংকের ৮ কোটি টাকা ফ্রিজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।