সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরি : স্বাস্থ্য ঝুকিতে এলাকাবাসী | চ্যানেল খুলনা

পাইকগাছায় কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরি : স্বাস্থ্য ঝুকিতে এলাকাবাসী

পাইকগাছার চাঁদখালীতে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে গড়ে উঠেছে কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা। ফলে হুমকির মুখে পড়েছে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র। কারখানার কালো ধোয়ায় একদিকে বিঘ্নিত হচ্ছে সড়কে যাতায়াত, অপরদিকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এ ধরণের পরিবেশ বিধ্বংসী কয়লা কারখানার হাত থেকে পরিত্রাণে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
প্রাপ্ত সূত্রমতে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী-কয়রা সড়কের চাঁদখালী বাজার থেকে কয়রা অভিমুখে সড়কের পশ্চিম পাশে গড়ে উঠেছে প্রায় ৫০টি কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা। এক সময় এলাকায় অসংখ্য কারখানা গড়ে ওঠে এবং গড়ে ওঠা এসব কারখানায় পোড়ানো হতো বেশিরভাগ সুন্দরবনের কাঠ। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন অভিযান চালিয়ে কারখানা মালিকদের বিপুল পরিমাণ টাকা জরিমানা ও কারখানার চুলা ধ্বংস করে দেয়।
তারপর দীর্ঘদিন প্রশাসনের তদারকি না থাকায় আবারও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গুলো সচল করা হয়েছে। তবে এখন কারখানাগুলোতে বেশিরভাগ পোড়ানো হচ্ছে দেশীয় প্রজাতির কাঁঠ। প্রতিদিন এক একটা কারখানায় পোড়ানো হচ্ছে শত শত মন জ্বালানি কাঠ। ফলে একদিকে এলাকার গাছ-পালা উজাড় হয়ে যাচ্ছে, যার কারণে এলাকার প্রাকৃতিক পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে এলাকার গাছ-পালা উজাড় হতে বেশি দিন লাগবে না বলে এলাকাবাসী ধারণা করছে। অপরদিকে প্রধান সড়কের পাশ দিয়েই কারখানাগুলো গড়ে ওঠায় কারখানার কালো ধোয়ায় সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পাচ্ছে সাধারণ মানুষ। ধোয়ার কারণে এলাকাবাসী আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। উল্লেখ্য, কাঁঠ পুড়িয়ে তৈরি করা এসব কয়লা দেশের ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন শহরে সরবরাহ করা হয়ে থাকে। সচেতন এলাকাবাসী পরিবেশ বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে কয়লা কারখানাগুলো বন্ধের দাবি করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান,গত ২৬ নভেম্বর আমরা ভ্রাম্মমান আদালত বসিয়ে বেশ কয়েকটি কারখানায় জরিমানা করেছি এবং ৩০ নভেম্বরেরর মধ্যে সকল কয়লা তৈরির কারখানা বন্ধ করার জন্য বলেছি। যদি এর মধ্যে এ কারখানা গুলো বন্ধ না হয় তাহলে আমরা পরবর্তি পদক্ষেপ গ্রহন করবো।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : এড. মনা

কেডিএ চেয়ারম্যানের খুলনা আর্মি ইউনিভার্সিটি পরিদর্শন

খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।