সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চিঠি | চ্যানেল খুলনা

পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চিঠি

ভারতের পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি উঠেছে। সম্প্রতি এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে খালিস্তানপন্থি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)।

একইসঙ্গে মহারাষ্ট্রকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে তারা। এ লক্ষ্যে চিঠি পাঠানো হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও। দু’জনকেই একতরফাভাবে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

খালিস্তানি দলটির দাবি, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ লুট করছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, নয়া দিল্লির বৈষম্যমূলক নীতির কারণে বাঙালি ও মারাঠিদের জাতিগত, ভাষাগত এবং সংস্কৃতিক পরিচয় হারিয়ে যাচ্ছে।

কারণ, ভারত সরকার বরাবরই এইসব বৈচিত্র্য অস্বীকার করে রাজ্যগুলোর ওপর একটি ঐতিহাসিক একজাতিতত্ত্ব চাপিয়ে দিয়ে আসছে। এই অবস্থায় ‘ভারতীয় আধিপত্যবাদ’ থেকে বাঙালি ও মারাঠি সম্প্রদায়ের সমৃদ্ধি, জাতি, পরিচয়, ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য এই দুটি রাজ্যকে ভারত থেকে পৃথক হয়ে স্বাধীন হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

এসএফজে তাদের চিঠিতে আরও দাবি করেছে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করার ক্ষমতা রয়েছে উভয় রাজ্যের নির্বাচিত আইনসভার। এক্ষেত্রে কসোভোর উদাহরণ দিয়ে দলটি জানিয়েছে, কসোভোর স্বাধীনতার ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের বিচারক যে আন্তর্জাতিক আইনের মানদণ্ড প্রতিষ্ঠা করেছেন, তাতে বাংলা ও মহারাষ্ট্রের স্বাধীনতা লাভ করতে অসুবিধা হবে না। শুধু তাই নয়, দুই রাজ্যের সরকার চাইলে আন্তর্জাতিক আদালতে তাদের আইনি সহায়তা দিতেও প্রস্তুত সংগঠনটি।

খালিস্তানপন্থি শিখ ফর জাস্টিস সংগঠনটি ভারতে নিষিদ্ধ। এর আগে বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনের ওয়েবসাইট চালু হওয়ার মাত্র চার দিনের মাথায় নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারত ভেঙে স্বাধীন খালিস্তান গঠনের লক্ষ্যে তাদের ওয়েবসাইটে গণভোটের ডাক দেওয়া হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলমান কৃষক বিক্ষোভের ব্যাপারেও সক্রিয় রয়েছে এসএফজে। কৃষকদের সমর্থনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের সামনে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেছে খালিস্তানপন্থিরা।

আর এরমধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাত্র কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানিয়ে চিঠি লেখা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অবশ্য ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সমর্থন ও সহযোগিতায় এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে এসএফজে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

নেপালে জেন-জি আন্দোলন: ১৯ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের নির্বিচার গুলি, নিহত বেড়ে ১৪

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প-মোদির বন্ধুত্বের বার্তা, ওয়াশিংটন-দিল্লি বরফ গলছে কি

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ৫৫ বছরে বিশ্বে প্রাণ গেছে প্রায় ৪ কোটি মানুষের: গবেষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।