সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় রংপুর পুলিশ কমিশনারের পিতার নামে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় রংপুর পুলিশ কমিশনারের পিতার নামে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন

সেলিম হায়দারঃ সাতক্ষীরার তালার কৃতি সন্তান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদের পিতা আনছার মাহমুদের নাম করনে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১০ টায় উপজেলার লক্ষনপুর
গ্রামে এতিমখানার উদ্বোধন করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ পিপিএম।
আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর সভাপতি আব্দুল হাই মোড়লের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক দেবাশীষ সরদার, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরন পরিচালক শহিদুল ইসলাম,জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ
জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদের সৎ ও যোগ্য কৃতকর্মের ভুয়সী প্রশংসা করে বলেন, তিনি তার বাবার নামে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং উদ্বোধন করে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। যেখানে তিনি অসহায় ও এতিম ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উক্ত এতিমখানার পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য,রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমাুদ’র পিতা মরহুম আনছার আলী মাহমুদের স্মৃতি ধরে রাখতে ২০১৩ সালে আনছার মাহমুদ স্মৃতি সংস্থা এবং ২০১৬ সালে আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং প্রতিষ্ঠিত হয় এবং শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি

তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার!

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।