
বৃহস্পতিবার (১৮ মার্চ) ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে সাধার সদস্য পদে ২০৭ জন ও সংরক্ষিত আসনে ৫৮ জন মনোনয়ন জমা দেন। উপজেলা
সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এ উপজেলায় ছয়টি ইউনিয়নের মধ্যে বুড়িডাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’ লীগের উদয় শংকর বিশ্বাসসহ চারজন ও সাধারণ সদস্য ৪০ এবং সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে নারী পুরুষ মোটার রয়েছেন ১১ হাজার ৯৫৪ জন। সোনাইলতলা ইউনিয়নে আ’লীগের নারজিনা বেগম একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ ও সংরক্ষিত আসনে ১১ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭ হাজার ২৪২ জন। চাঁদপাই ইউনিয়নে আ’লীগের মোল্লা তরিকুল ইসলামসহ তিন জন, সাধারণ সদস্য ৩৯ জন ও সংরক্ষিত আসনে ১৪ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ৩৮১ জন। মিঠাখালী ইউনিয়নে আ’লীগের উৎপল কুমার মন্ডলসহ ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৭ ও সংরক্ষিত আসনে ১১ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। চিলা ইউনিয়নে আ’লীগের গাজী আকবর হোসেনসহ তিনজন, সাধারণ সদস্য ১৮ ও সংরক্ষিত আসনে ৪৮ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৮১২ জন এবং সুন্দরবন ইউনিয়নে আ’লীগের একরাম ইজারাদারসহ তিনজন, সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত আসনে ১২ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ২২৬ জন।
আগামী ২৫ মার্চ প্রতিক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন এসব প্রার্থীরা। ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট।