সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় সামান্য বৃষ্টির পানিতে রাস্তায় পানি জমে কাঁদা সৃষ্টি | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সামান্য বৃষ্টির পানিতে রাস্তায় পানি জমে কাঁদা সৃষ্টি

খুলনার ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের বাদুরগাছা এলাকা হতে মাদারতলা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার গ্রাম্য কাঁচা রাস্তা সংস্কারের অভাবে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টির পানিতে রাস্তায় পানি জমে কাঁদা সৃষ্টি এবং শুকনা মৌসুমে ধুলা-বালিতে একাকার হয়ে যায়। এতে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ রাস্তাটির এমন বেহাল অবস্থার সৃষ্টি হলেও আজও পর্যন্ত রাস্তাটি পাকা করণের কোন উদ্যোগ নেয়া হয়নি।
সরেজমিনে যেয়ে স্থানীয় সুত্রেজানা গেছে, এলজিইডির আওতাধীন পার-মাদারতলা তরফদার বাড়ি হতে বাদুরগাছা সরদার পাড়া ও নব-নির্মিত আবাসন প্রকল্প হয়ে মাদার তলা বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।যুগ যুগ ধরে রাস্তাটি পাকা না হওয়ায় এলাকার সাধারণ মানুষের চলাচলে দারুন ভোগান্তি পোহাতে হয়। বর্ষাকালে সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি এবং শুষ্ক মৌসুমে ধুলা-বালিতে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের। স্হানীয় উদ্দ্যেগে বিগত কয়েক বছর আগে পার-মাদারতলা তরফদার বাড়ি হতে বাদুরগাছা সরদার পাড়া পর্যন্ত ২শ’ মিটার দৈর্ঘ্য ইটের সোলিং করা হয়।

কিন্তু বিভিন্ন জায়গায় ইট উঠে ও ভেঙ্গে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলে চরম ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে রাস্তাটি।
দীর্ঘদিন যাবৎ এমন বেহাল অবস্থা সৃষ্টি হলেও প্রত্যান্ত জনপদের এ রাস্তটি আজও পাকা করণ হয়নি।ফলে সম্প্রতি কালে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে।
বাগআচড়া-বাদুরগাছা,পারমাদারতলা, বয়ারসিংসহ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্যে রাস্তাটি ব্যবহার হয়ে থাকে। এলাকার কৃষকের উৎপাদিত ধান,মাছ ও সবজিসহ নানা পন্য সামগ্রী বাজার জাত করতে যথেষ্ট গুরুত্ব বহন করে রাস্তাটি।
তাছাড়া প্রাইমারি স্কুল, হাই স্কুল কলেজ, মন্দির হাট-বাজার, মাদারতলা পুলিশ ক্যাম্প রয়েছে। রাস্তার পাশে দিয়ে সরকারি জায়গায় গড়ে উঠেছে আবাসন প্রকল্পে ৮৫টি ঘরবাড়ি। প্রত্যান্ত অঞ্চলের এ রাস্তাটি বৃষ্টি মৌসুমে কাঁদা পানি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে স্কুল কলেজে যাওয়া আসা করতে হয় কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের।

স্হানীয় বাসিন্দা ও পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার জানান,যুগ যুগ ধরে রাস্তাটি পাকা না হওয়ায় তারা ব্যক্তিগত উদ্যেগে ও অর্থায়ানে দু’শ মিটারের মত জায়গা ইটের সলিং বসিয়ে ছিলেন।কিন্ত সম্প্রতি রাস্তার পাশে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আবাসন প্রকল্পের ৮৫টি ঘর নির্মাণ করতে ইট,বালুসহ অন্যান মালামাল পরিবহন করতে যেয়ে ট্রাক,পিকআপ ব্যবহার করায় রাস্তার ইট উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলে একেবারে অনুপোযোগী হয়ে পড়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব তাড়াতাড়ি গেজেট আকারে প্রকাশ করা হবে: ধর্ম উপদেষ্টা

গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল

কুয়েটে বিধি বহির্ভূত নিয়োগসহ অভিযোগ তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি গঠন

ডুমুরিয়ায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার রেজিস্ট্রি অফিসসহ নিম্ন অঞ্চল তলিয়ে গেছে

খুলনায় খাদ্য পরিদর্শক অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

মাহাবুব হত্যা: সিসিটিভি ফুটেজে কিলিং মিশনের কয়েকজন শনাক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।