সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ব্রাকের আয়োজনে তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ব্রাকের আয়োজনে তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে রবিবার ( ১৯নভেম্বর) সকাল ১০টায় তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এম এরশাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইট ইন রাইট এর এরিয়া ও কনভেনার মোঃ জিল্লুর রহমান। বক্তব্য রাখেন ব্র্যাক ডুমুরিয়া শাখার ম্যানেজার শিবদাস, শিখা রানী দাস, সাংবাদিক কাজী আব্দুল্লাহ সহ ডুমুরিয়া উপজেলা বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বা SRHR হলো যৌনতা এবং প্রজননের ক্ষেত্রে প্রয়োগ করা মানবাধিকারের ধারণা। এটি এমন চারটি ক্ষেত্রের সংমিশ্রণ যা কিছু প্রসঙ্গে একে অপরের থেকে কম- বেশি স্বতন্ত্র, তবে সকল প্রসঙ্গে না। এই চারটি ক্ষেত্র হলো। কিশোর-কিশোরীদের দৈহিক সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশ নির্ভর করে বয়স-উপযোগী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক তথ্য এবং সেবা প্রাপ্তির উপর । কিন্ত অধিকাংশ কিশোর কিশোরীরা বয়ঃসন্ধিকালে যে শারিরীক ও মনোদৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় সে ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা থাকে না। যদিও জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ জনগোষ্ঠী তরুণ।

শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে এ বিষয়ে আলোচনা থাকলেও তা অনেক সময় এড়িয়ে চলা হয়। ফলে সঠিক ও বিজ্ঞান সম্মত তথ্য না জানার ফলে কিশোর কিশোরীরা বিভ্রান্তিতে ভোগে। বয়ঃসন্ধিকালের যত্ন, সন্তান জন্মদানের জন্য গর্ভধারণ, পরিবার পরিকল্পনা পদ্ধতি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী হয় । কিশোর ও তরুণরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে যাতে খোলামেলা কথা বলতে পারে এবং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যে সামাজিক ‘ট্যাবু’ ও বাধা রয়েছে তা দূর করা।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করা, যেখানে কিশোর ও তরুণেরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে নিঃসংকোচে কথা বলতে পারে এবং সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে।

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং লিঙ্গ ভিত্তিক ন্যায়বিচারের জন্য সুশীল সমাজকে সম্পৃক্ত করে সমাজের সকল স্তরের যুবক-যুবতী ও কিশোর- কিশোরীদের জন্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলা যা তাদের যৌন ও প্রজনন অধিকার এবং অ-বৈষম্যমূলক লিঙ্গ প্রকাশের বিষয়ে সচেতন এবং ক্ষমতাবান আত্মপ্রত্যয়ী করবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী: বিভাগীয় কমিশনার

তিন দিনব্যাপী খুলনা আমর্ড পুলিশ ব্যাটালিয়নে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু

খুলনার নিউমার্কেটে ইসলামী আন্দোলনের সমাবেশে

সঠিক স্থান নির্ধারণ হয়নি এমন আশ্রয় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে

কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ জামায়াত আমীরের শ্যালক গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।