ডুমুরিয়ার চুকনগরে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণধীন ভবনের তিনতলা থেকে পড়ে দুই শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চুকনগর বাসষ্টান্ড এলাকার চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স ম নুরআলীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
আহতরা হলো চুকনগরের নরনিয়া গ্রামের কয়ছার আলী শেখের ছেলে মফিজুর ইসলাম (৩৫) ও চাকুন্দিয়া গ্রামের আফাজ হোসেনের ছেলে জাহাঙ্গীর শেখ (৩৪)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক চুকনগর শাখার
তিনতলা ওই ভবনে লোহার পাটাতনের উপর দাড়িয়ে কাজ করার সময় সার্ভিস তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আঘাত পান।
এরপর স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। মফিজুর ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।।