মঙ্গলবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়ার মালতিয়া বাজারে চিংড়িতে অপদ্রব্য পুশের জন্য ডিপো মালিককে৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিপো সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়।
ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, মোবাইল কোর্ট বসিয়ে ডিপো মালিক মিজানুর রহমান (৫০) পিতা- বাবর আলী বিশ্বাস, সাং- চুকনগর, ডুমুরিয়া, খুলনা। মাছ এবং মাছ জাত দ্রব্য (পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮৩ এর ধারা ৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় শাস্তি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, ডুমুরিয়া থানার এ এস আই রমজান আলী, সহ আরো অনেকে। ২০কেজি চিংড়ি মাছ আগুন দিয়ে বিনষ্ট করা হয়েছে।


