সিরাক-বাংলাদেশ এর ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে রংপুরের তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিভাগীয় যুব ফোরাম।
ইউএনএফপিএ বাংলাদেশ ও সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা’র অর্থায়নে সারা দেশের বিভাগীয় শহরগুলো ও জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা জেলাগুলোতে ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও প্রান্তিক অঞ্চল থেকে আসা ৫০ জনেরও বেশি তরুণ প্রতিনিধি এই যুব ফোরামে অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য ও জলবায়ু-সংবেদনশীল অঞ্চলের তরুণদের মতামতের ভিত্তিতে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় নীতিগত পরিবর্তনের জন্য একটি জাতীয় শ্বেতপত্র প্রণয়ন ।
বিভাগীয় যুব ফোরামে সভাপতিত্ব করেন রংপুর এর বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল এবং সঞ্চালনা করেন সিরাক বাংলাদেশ এর উপপরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: শাইন সুলতানা, সিভিল সার্জন, রংপুর; মোঃ সাইফুল ইসলাম, উপপরিচালক, রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিস; নূর আলম, পরিচালক, রংপুর বিভাগীয় পরিবেশ কার্যালয়; মোঃ সালোয়ারা বেগম, উপপরিচালক, রংপুর বিভাগীয় মহিলা বিষয়ক অফিস।
সভাপতির বক্তব্যে রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল বলেন-এই কর্মশালাটি কিশোর-কিশোরী ও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রান্তিক এলাকার কিশোর-কিশোরীরা যেভাবে নির্দ্বিধায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে তা যদি নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো যায় তবে তা পরবর্তী নীতিতে প্রভাব রাখবে। আমরা সবাই মিলে যে সমঅধিকারের ভিত্তিতে জাতি গঠনের স্বপ্ন দেখি, তা বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।
সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে বলেন- প্রকল্পের মাধ্যমে আমরা তরুণদের মতামত ও অভিজ্ঞতা সরকার ও নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে চাই, যাতে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে সচেতনতা ও উদ্যোগ বৃদ্ধি পায়। রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল; এখানকার তরুণদের মতামত ও পরিকল্পনা যথাযথভাবে মূল্যায়ন করা হলে স্বাস্থ্য সচেতনতা, জলবায়ু অভিযোজন ও সামাজিক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
উক্ত কর্মশালায় দলভিত্তিক আলোচনা পরিচালনা করেন সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহিনা ইয়াসমিন ও এডভকেসি স্পেশালিষ্ট মিজানুর রহমান আকন্দ আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার রাবেয়া আক্তার মুনমুন ও কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি ।
তরুণ অংশগ্রহণকারীরা কাঠামোবদ্ধ প্রশ্নপত্রের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন, যার ভিত্তিতে বিশেষজ্ঞরা প্রাসঙ্গিক নীতিগত সুপারিশ তুলে ধরেন। এই সুপারিশসমূহ ভবিষ্যতে জাতীয় নীতিনির্ধারণে গুরুত্ব সহকারে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।