সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জনগণ প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায়-আলী আসগার লবি | চ্যানেল খুলনা

জনগণ প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায়-আলী আসগার লবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলার উত্তর ডুমুরিয়ার ৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) শাহপুর বাজার বটমূলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আজগার লবি।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৭ বছরে দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। একতরফা নির্বাচন ও দিনে-রাতে ব্যালট বাক্স ভরে ফলাফল ঘোষণা করেছিলো। এ সময়ে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বা শক্তি-সামর্থ্য মাপার কোনো সুযোগ ছিলো না। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ঘোষণা করেন, যা ছিলো সময় উপযোগী। কিন্তু কিছু দল আওয়ামী পথ অনুসরণ করে দেশের গণতান্ত্রিক পন্থায় সরাসরি ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে বাঁধা প্রদানের ব্যর্থ চেষ্টা করছে।

আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন, অবশ্যই সুবিধা বঞ্চিত এই অঞ্চলের উন্নয়নে নিজেকে উজাড় করে দিবো।

রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদুজ্জামান বাবুর পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা নগর মহিলা দলের আহবায়ক ও সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রেহেনা ইসলাম, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, মোল্লা মাহবুবুর রহমান, শেখ হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন, ফরহাদ হোসেন, মোল্লা আইয়ুব হোসেন, শেখ শাহিনুর রহমান শাহীন, গাজী আব্দুল হালিম, মতিউর রহমান বাচ্চু, মমিনুর রহমান নয়ন, আমিনুল ইসলাম হালদার, হুমায়ুন কবির স্বপন, আলমগীর আলম শাহীন, মো: দেলোয়ার হোসেন, খোকন তালুকদার প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী: বিভাগীয় কমিশনার

তিন দিনব্যাপী খুলনা আমর্ড পুলিশ ব্যাটালিয়নে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু

খুলনার নিউমার্কেটে ইসলামী আন্দোলনের সমাবেশে

সঠিক স্থান নির্ধারণ হয়নি এমন আশ্রয় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে

কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ জামায়াত আমীরের শ্যালক গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।