সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
চুকনগর বাজারে জোয়ারের পানি উঠার কারণে ঝুকি নিয়ে হাটু পানি ভেঙ্গে স্কুলে যাচ্ছে শিশুরা | চ্যানেল খুলনা

চুকনগর বাজারে জোয়ারের পানি উঠার কারণে ঝুকি নিয়ে হাটু পানি ভেঙ্গে স্কুলে যাচ্ছে শিশুরা

শেখ মাহতাব হোসেন: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র চুকনগর বাজারের গোলাম রোডের দু’ধারে শতাধিক দোকান, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠাসহ প্রায় ২ শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছ। এই গোলাম রোডের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মালিয়া হক পাবলিক স্কুল, সানরাইজ প্রি ক্যাডেড স্কুল ও আইডিয়াল প্রি-ক্যাডেড স্কুল। শত শত কোমল মতি ছেলে মেয়েদের হাঁটু পানি ভেঙ্গে স্কুলে যাতয়াত করতে হচ্ছে। রাস্তায় জমে থাকা পানিতে পড়ে জামা কাপড় বই খাতা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জীবনের ঝুকি নিয়ে কোমলমতি ছেলে মেয়েদের হাটু পানি ভেঙ্গে স্কুলে যেতে হচ্ছে। ফলে প্রতিষ্ঠান গুলোর ক্লাস বন্ধ হয়ে গেছে।

চুকনগর গোলাম রোডের বাসিন্দা আব্দুল হামিদ গাজী জানান, নরনিয়া গ্রাম হতে চুকনগর ভদ্রা নদী পর্যন্ত একটি পুরানো খাল ছিল ওই খাল দিয়ে নরনিয়া, রুস্তমপুর গ্রামের পানি নিষ্কাশন হয়ে ভদ্রা নদীতে পড়তো। দির্ঘদিন খাল খনন না হওয়ায় খালটি ভরাট হয়ে পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে হয়েছে। এই খাল দ্রুত খনন করে দ্রুত পানি নিষ্কাশন করা প্রয়োজন। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও তা আজও কার্যকর হয়নি। প্রবল পানির চাপে কমপক্ষে ২শ টি পরিবারের বসত বাড়ির উঠানে হাঁটু পানি জমে গেছে।

এছাড়াও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাটু পানি জমে রয়েছে। বর্তমানে তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। এ ব্যাপারে অভিভাবক এস এম মাসুদ রানা বলেন, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে থাকে। স্কুল মাঠে জলাবদ্ধতার কারণে ছেলে মেয়েরা স্কুলে যাতায়াত করতে পারছে না। তাতে গোটা অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এভাবে পানি জমে থাকলে বিভিন্ন রোগ পীড়ায় ওই এলাকার মানুষ আক্রান্ত হতে পারে। এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে জন্য উর্ধতন কতৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় ৫নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, আরসিসি প্রকল্পো দিয়েছি খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

আমাদী ইউনিয়ন যুব বিভাগের নির্বাচনী কর্মশালা

ফ্যাসিস্টদের কেউ যেনো বিএনপি’র মধ্যে অনুপ্রবেশ করতে না পারে : আলি আসগার লবি

কুৎসা রটানোর মাধ্যমে বিরোধীরা বিএনপি’র নেতাকর্মীদের মনোবল ভাঙতে চাইছে

খুলনার বড়বাজারে নিষিদ্ধ পলিথিন উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।