সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জে সহিংসতা: ঢামেকে মারা যাওয়া যুবক রিকশা চালাতেন, নিহত বেড়ে ৫ | চ্যানেল খুলনা

গোপালগঞ্জে সহিংসতা: ঢামেকে মারা যাওয়া যুবক রিকশা চালাতেন, নিহত বেড়ে ৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় মারা যাওয়া পঞ্চম ব্যক্তি ছিলেন রিকশাচালক। তাঁর নাম রমজান মুন্সি (৩২)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবারের ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনি।

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ নিয়ে পাঁচজন মারা গেলেন। এর আগে এ ঘটনায় নিহত হন গোপালগঞ্জ জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), শহরের থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮) এবং টুঙ্গিপাড়া উপজেলার সোহেল মোল্লা (৪৫)।

এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন সুমন বিশ্বাস (২০) ও আব্বাস আলী সরকার (৩০)।

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের ঢামেকে মৃত্যুগোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের ঢামেকে মৃত্যু রমজান মুন্সির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

হাসপাতালে নিহত রমজান মুন্সির ভাই হিরা মুন্সি জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকায়। রমজান রিকশা চালাতেন। গত বুধবার সকালে রিকশা নিয়ে বের হন তিনি। দুপুরে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যান। সেখানে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হন রমজান। পরে তাঁকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

উল্লেখ্য, দেশজুড়ে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে গত বুধবার এনসিপির নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেলে তাঁদের কর্মসূচিতে দফায় দফায় হামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর হামলাকারী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গুলি, ককটেল হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে যুবলীগ সদস্যসহ পাঁচজন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গোপালগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা করেন বলে জানিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

গোপালগঞ্জে সহিংসতা: ঢামেকে মারা যাওয়া যুবক রিকশা চালাতেন, নিহত বেড়ে ৫

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আদালতে পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল

শিক্ষার্থীদের ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া বিএসবির সেই বাশার গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।