সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলীর ইন্তেকাল | চ্যানেল খুলনা

গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলীর ইন্তেকাল

খুলনা-৩ আসনের সাবেক এমপি আব্দুল গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলী বিশ্বাস (৫০) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…(আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। শনিবার (৩ মে) সকাল সাড়ে ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিবলী বিশ্বাস খুলনা মটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক বিরোধী দলীয় হুইপ ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম মশিউর রহমানের জামাতা।

তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে মরহুমের নূরনগর বিশ্বাস বাড়িতে আত্মীয়, শুভাকাঙ্খি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ভিড় জমায়।

মরহুমের পিতা আব্দুল গফ্ফার জানান, আজ বাদ আসর নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে শিবলী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান গোরা, সহ-সভাপতি মির্জা ফেরদৌস আলম শমরেশ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার আমিরুল ইসলাম অলিফ, সিরাজুল হক, মোল্লা মজিবর রহমানসহ নেতৃবৃন্দ।

অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, খুলনা মটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মজিবর রহমান, সহ-সভাপতি হাসান মোড়ল, মজুমদার গিয়াস উদ্দিন জিয়া, আন্ত:জেলা বাস মিনি বাস মালিক সমতিরি সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, আব্দুল কাদের, আনোয়ার হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাজেকে দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় খুবি পরিবারের শোক

সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত

মোটরসাইকেল চালক-আরোহীকে হেলমেট ব্যবহার করতে হবে : কেএম‌পি কমিশনার

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচনী সভা অনুষ্ঠিত

হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।