
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ মাহবুবুর রহমান। এর আগে তিনি সিলেট জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স¤প্রতি অনুষ্ঠিত লটারির মাধ্যমে খুলনায় যোগদানের সুযোগ পেয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১)এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনে এই লটারির আয়োজন করা হয়।


