সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় ভারী বৃষ্টিপাতে ৫৬৫ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত | চ্যানেল খুলনা

খুলনায় ভারী বৃষ্টিপাতে ৫৬৫ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা রোববার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিভিন্ন দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করতে হবে। চলমান জুলাই মাসের শেষ সপ্তাহে ও আগস্টের শুরুতে বৃষ্টিবলয়ের প্রভাবে খুলনাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খুলনা শহর এবং জেলার ফুলতলা-ডুমুরিয়া এলাকায় জলাবদ্ধতা প্রতিরোধে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থ বিঘ্নিত করে কোন খালের পানিপ্রবাহ বন্ধ করা যাবে না। বৃষ্টিতে খুলনার বিভিন্ন স্থানের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ সভায় জানান, জনগণের আকাঙ্খা অনুযায়ী ও ন্যায়সঙ্গতভাবে পুলিশ কাজ করতে চায়। খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত টহল ও চেকপোষ্টগুলো চালু রয়েছে। সাম্প্রতিক অতীতে মেট্রোপলিটন পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা, ১৬০ কেজি গাঁজা-সহ উল্লেখ্যযোগ্য পরিমান মাদকদ্রব্য আটক করতে পেরেছে। ঘটে যাওয়া হত্যাকা-গুলোর কারণ উদঘাটন ও আসামীদের আটক করা সম্ভব হয়েছে। কিশোর গ্যাং এর উৎপাত বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় জানান, গত দুই সপ্তাহ জুড়ে খুলনায় ভারী বৃষ্টিপাতের ফলে ২৩৯৫৮ হেক্টরের মধ্যে ৫৬৫ হেক্টর জমিতে থাকা ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশ-আমন ধান, পাট, মরিচ, সবজি, তরমুজ, শিম, আদা-সহ ৪৮১ হেক্টরে রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৩ হাজার ৭১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতির আর্থিক পরিমান প্রায় ২৭ কোটি ৬৫ লাখ টাকা।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : এড. মনা

কেডিএ চেয়ারম্যানের খুলনা আর্মি ইউনিভার্সিটি পরিদর্শন

খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।