তীব্র তাপদাহ ও ভ্যবসা গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে বৃষ্টির জন্য মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় মহানগরীর শহীদ হাদিস পার্কে ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত ইস্তেসকার নামাজে ইমামতি করেন নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
নামাজে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, ইমাম পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ প্রচার সম্পাদক মোল্লা মেরাজুল হক মাওলানা কেরামত আলী মাওলানা সিদ্দিকুর রহমান মাওলানা মাসুম বিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর হুমায়ূন কবির, মোঃ হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুল সালাম, আলহাজ্ব মমিনুল ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, সরোয়ার হোসাইন বন্দ, মোহাম্মদ কবির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোঃ ইব্রাহিম খান, মোঃ পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলনের মোঃ নাজমুল হুদা, মোঃ নাজমুল ইসলাম, নাজিম হাওলাদার নাঈম, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ মইনুদ্দিন, মোঃ আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ মোল্লা, মাহদী হাসান মুন্না, হাসিবুর রহমান শাকিল, হাবিবুল্লাহ মেজবাহ, ইউসুফ গাজী, মোস্তফা প্রিন্স, খুলনা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সালাম, মহাসচিব আব্দুল আদিল মুকুল প্রমুখ।
নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তীব্র তাপদেহ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।