সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় খাদ্য পরিদর্শক অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২ | চ্যানেল খুলনা

খুলনায় খাদ্য পরিদর্শক অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

খুলনায় খাদ্য পরিদর্শক সুশান্ত অপহরণে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর খুলনা থানাধীন ৪নং ঘাট এলাকা থেকে খুলনা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার মজুমদারকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন রূপসা শিরগাতি এলাকার মো. মালেক খানের ছেলে মুসা খান (২৮) এবং একই থানাধীন আইচগাতী এলাকার মো. মইনুদ্দিন বিশ্বাসের ছেলে আলমগীর কবির (৪৮)।

রোববার সন্ধ্যায় নগরীর ৪নং ঘাট এলাকা থেকে খুলনা খাদ্য অধিদপ্তরে পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনায় তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় রেজা ,বাবু মন্ডল, জামাল হাওলাদার, নাসির, টুনু, মো: আলমগীর কবির, মো: মুসা খানের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বেশ কয়েকদিন যাবত তার স্বামী সুশান্ত কুমার মজুমদারের নিকট অপহরণকারীরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। সুশান্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে অপহরণকারীরা।

আসামীরা সুশান্তকে অপহরণ করে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ফোনকলের সূত্র ধরে পুলিশ অপহৃত ভিকটিম এবং আসামীদের অবস্থান সনাক্ত করে খুলনা মহানগর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা জেলার তেরখাদা থানাধীন আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে অপহৃত ভিকটিম সুশান্ত কুমার মজুমদারকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে।

খুলনা সহকারি পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড সিপি) খন্দকার হোসেন আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণকারীদের বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা হয়েছে। যার নং-১৬, তারিখ ১৪ জুলাই।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের দুটি ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ

দাকোপে দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্তের আশঙ্কা

ডুমুরিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ‘কথিত ধর্মগুরু’ আটক

খুলনায় বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার

খুবির বিকাশে প্রফেসর আব্দুর রহমানের নাম স্মরণীয় হয়ে থাকবে : উপাচার্য

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।