গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস দল গতকাল মঙ্গলবার আলমনগর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী আব্বাস উদ্দিন সাগর ওরফে গুটি আব্বাস (২১) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর খালিশপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী আব্বাস উদ্দিন সাগর ওরফে গুটি আব্বাসকে গ্রেফতার করে। তিনি নগরীর ইস্ট ব্লক বিআইডিসি রোডস্থ এসকেন্দার শেখের ছেলে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র, মাদক ও অন্যান্য আইনে ৪টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিকে ওইদিন আদালতে সোপর্দ করা হয়।