
দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র প্রধান প্রকৌশলী এ,বি এম মামুনুর রশিদ। যিনি দীর্ঘ তিন যুগের কর্মজীবন শেষে আগামীকাল ১৪ জানুয়ারি অবসরে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন কুয়েটের সর্বজন শ্রদ্ধেয় একজন সফল প্রধান প্রকৌশলী।
গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল গেস্ট হাউস মাল্টিপারপাস হলরুমে প্রধান প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জি এম মাফুজুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী (ইউনিট ইনচার্জ) শেখ আবু হায়াতের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তার কর্মময় জীবনের স্মৃতিচারন করে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন জুয়েল, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মইনুল হক, নির্বাহী প্রকৌশলী (ইউনিট ইনচার্জ) মোঃ আসলাম পারভেজ, নির্বাহী প্রকৌশলী(ইউনিট ইনচার্জ) হুসাইন মোঃ এরশাদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুমেন রায়হান, সহকারী প্রকৌশলী জহিরুজ্জামান, সেকশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, পরিকল্পনা উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, মেইনটেনেন্সের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মোঃ শফিউদ্দিন, ইনস্ট্রুমেন্ট শাখার মোঃ জুবায়ের হোসেন, সিনিয়র অফিস সহকারী মোঃ বুলবুল আহম্মেদ লালন, মোঃ রেজাউল করিমসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
কুয়েটের প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ একজন দক্ষ, অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের ১৯৮৪ ব্যাচের কৃতী ছাত্র ছিলেন। ১৯৮৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০০৫ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং (এম.ই.) ডিগ্রি লাভ করেন। এছাড়াও বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেশন বোর্ড (ইচঊজই) হতে প্রফেশনাল ইঞ্জিনিয়ার (পিইঞ্জ.) হিসেবে নিবন্ধন লাভ করেন। তার কর্মজীবনের সূচনা হয় ১৯৯০ সালের ১৬ ফেব্রুয়ারি, সহকারী ইন্সটিটিউট প্রকৌশলী হিসেবে। কর্মদক্ষতা ও পেশাগত যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০০২ সালের ১৯ মে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন।২০০৭ সালের ১৫ এপ্রিল থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০১০ সালের ১ মার্চ থেকে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ৩৫ বছর ১১ মাসের দীর্ঘ কর্মজীবনে তিনি অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ব্যবস্থাপনায় বিশেষভাবে প্রশংসিত। আগামীকাল ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে তাঁর কর্মজীবনের শেষ কার্যদিবস।


