সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কাশিয়ানিতে ভাতিজার বিরুদ্ধে চাচাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ | চ্যানেল খুলনা

কাশিয়ানিতে ভাতিজার বিরুদ্ধে চাচাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

গোপালগঞ্জ কাশিয়ানি কুসুমদিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মোঃ আক্কাস আলী মোল্লাকে মেরে গুরুত্বর আহত ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী মোঃ আক্কাস আলী মোল্লা।

সরেজমিনে গিয়ে জানা যায়, মোঃ আক্কাস আলী মোল্লাকে কে তার আপন ভাতিজা পার্শ্ববর্তী গ্রাম হরিদাসপুরের সন্ত্রাসী শাহাজান মোল্লা ও মোহাম্মাদ সাদি গংরা মারাত্মকভাবে মেরে আহত করে এবং প্রাণে মেরে ফেলে জোরপূর্ব্বক সম্পত্তি দখল করার হুমকি প্রদান করে।

অভিযোগে জানা যায়, শাহাজান মোল্লা ও হাজী আক্কাস আলী আপন ভাই। শাহাজান মোল্লার ছেলে মো: সাদি মোল্লা চাচা মোঃ আক্কাস আলী মোল্লার জমি জবরদখল করে নিতে চায়। এবং প্রায়ই তাকে জানে মারার জন্য সুযোগ খোজে। এমনকি গত রমজান মাসেও মসজিদের ভিতর কয়েকদফা ধস্তাধস্তিও হয়েছে বলে জানা যায়। পরে মুসল্লিদের সাহায্যে সে যাত্রায় রক্ষা পেয়েছেন ।

মোঃ আক্কাস আলী মোল্লা জানান, গত ৩০ আগষ্ট রাত সাড়ে নয়টার সময় এশার নামাজ শেষে বাড়ী ফেরার পথে কাঠমিস্ত্রিী জয় গোপালের বাড়ীতে গেলে সেখানেই সন্ত্রাসী শাহাজান মোল্লা, তার ছেলে মো: সাদি মোল্লা, মেয়ে রেখা বেগম, আইরিন খানম ও আখি খানম তাকে ঘিরে বাশের লাঠি ও টর্চলাইট দিয়ে তার মাথায় শরীরে আঘাত করে। যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এক পর্যায়ে তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এসময় তার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আক্কাস আলীকে বাচায়। ঠিক সেই মূহুর্তে তারা প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। এবং পরবর্তীতে পুনরায় তাকে মারার জন্য ও ঘরবাড়ী ভাংচুরের জন্য প্রতিনিয়ত হুমকি প্রদান করে যাচ্ছে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভবারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোঃ আক্কাস আলী মোল্লার একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আমরা সেটি তদন্ত করছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

জয়পুরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, বিদ্যুতায়িত হয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

শ্রীপুরে র‍্যাব অবরুদ্ধের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

ফল প্রকাশে দেরি, বানচালের ষড়যন্ত্র দেখছে শিবির

শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা

আরাকান আর্মির হেফাজত থেকে পালিয়ে এসেছেন ট্রলারসহ ১৮ জেলে

পিরোজপুরে জাপা-স্বেচ্ছাসেবক দলের ৫০ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।