সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছে আরাকান আর্মি, তাদের হাতে আটক আছে ১০৪ জেলে: বিজিবি | চ্যানেল খুলনা

ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছে আরাকান আর্মি, তাদের হাতে আটক আছে ১০৪ জেলে: বিজিবি

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয়ে আসছে। এতে তারা রোহিঙ্গাদের ব্যবহার করছে। আজ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ এসব কথা জানান। কক্সবাজার শহরের সৈকতসংলগ্ন বিজিবির উর্মি রেস্টহাউসের সীমান্ত সম্মেলন কেন্দ্রে এই প্রেস ব্রিফিং হয়।

বাংলাদেশের অসংখ্য নৌযান জলসীমা অতিক্রম করে ‘রহস্যজনকভাবে’ মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করছে বলে জানান কর্নেল মহিউদ্দিন। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তায় বিজিবি নতুন পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপে রাডার থেকে তথ্য সংগ্রহ, ড্রোন, নাইট ভিশন ডিভাইস এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর এই প্রযুক্তিতে ধরা পড়ছে বাংলাদেশের নৌযানের জলসীমা অতিক্রম করে মিয়ানমার যাতায়াতের দৃশ্য।

বিজিবির পর্যবেক্ষণের তথ্য দিয়ে রামু সেক্টর কমান্ডার জানান, নাফ নদী ও সাগর উপকূলীয় মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, আনোয়ারা ও কুয়াকাটা এলাকা দিয়ে মাদক চোরাচালানের রুট তৈরি হয়েছে। এসব রুটে ৮০ শতাংশ মাদক পাচার হচ্ছে। মিয়ানমার থেকে আসা এসব মাদকদ্রব্য শুধু বাংলাদেশে বিস্তার লাভ করছে, তা নয়, বরং অন্যান্য দেশেও পাচার হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত সমুদ্র উপকূল ও নাফ নদী থেকে আরাকান আর্মির হাতে ২২৮ জন জেলে আটক হয়েছেন। তাঁদের মধ্যে বিজিবির প্রচেষ্টায় ১২৪ জন জেলেকে ফেরত আনা হয়েছে। এখনো ১২টি ট্রলারসহ ১০৪ জন জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। তাঁদের ফেরত আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, ‘আরাকান আর্মির সঙ্গে আমাদের অফিশিয়াল কোনো যোগাযোগ নেই। নানা মাধ্যমে কৌশলে যোগাযোগ করতে গিয়ে একটু বিলম্ব হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে তাদের ফেরত আনা সম্ভব হতে পারে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে বিজিবির সদ্যস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিজিবির অভিযানে গত ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে ২৮ লাখের বেশি ইয়াবা ট্যাবলেট, প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ৮৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে সীমান্ত দিয়ে আসা একে-৪৭ রাইফেল, এসএলআর, জি-৩ রাইফেলসহ ২২টি আগ্নেয়াস্ত্র, বিপুল গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারে অনুপ্রবেশের পর আটক হয়েছে। আমাদের জলসীমায় এসে জেলেদের ধরে নিয়ে যাওয়ার সাহস আরকান আর্মির নেই।’

সাগরপথে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সক্ষমতা না থাকলেও প্রতিনিয়ত গোয়েন্দা তথ্য বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডকে দেওয়া হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি বলেন, সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ ও মাইকিং পরিচালনা করা হচ্ছে। জনমত তৈরি ও জেলেদের নাফ নদীতে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার জন্য জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে বিজিবি।

সংবাদ সম্মেলনে বিজিবির রামু সেক্টরের নিয়ন্ত্রণাধীন ব্যাটালিয়নের অধিনায়ক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছে আরাকান আর্মি, তাদের হাতে আটক আছে ১০৪ জেলে: বিজিবি

ঘুরতে গিয়ে তিন শিশুসহ ফিরল চার লাশ

কক্সবাজারে স্বামীকে হত্যা করে স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

সাগর-রুনি হত্যা: তদন্তে বিলম্ব নিয়ে আদালতের অসন্তোষ প্রকাশ

মাদারীপুরে ইতালিপ্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম

জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।