সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইনসাফের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান | চ্যানেল খুলনা

ইনসাফের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগর আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। যখনই বাংলাদেশ সংকটের মুখোমুখি হয়েছে, তখনই তরুণরা ঢাল হিসেবে দাঁড়িয়েছে। অতীতের মতো আগামীতে একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মানে তরুণ ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” কেন্দ্রঘোষিত বিশেষ ছাত্রসংযোগ মাস উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) নগরীর শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম এবং ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে জুলাই স্পিরিটের আলোকে পরিচালনা করতে সৎ ও দেশপ্রেমিক বাংলাদেশপন্থী শক্তিকে আগামী নির্বাচনে বিজয়ী করার বিকল্প নাই। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও জুলাই চেতনাকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে বেছে নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মাস্টার শফিকুল আলম বলেন, “নেতৃত্বের আমূল পরিবর্তনই দ্বীন ইসলামের মূল লক্ষ্য। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সাধারণ জনগণের অধিকার আদায় করা সম্ভব। সমাজের সকল স্তরে যদি সৎ নেতৃত্ব শাসনভার গ্রহণ করে, তবেই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

ইনসাফের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

কুয়েট শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক

খুলনা মহানগর বিএনপির নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল কাল, প্রস্তুতি সভা সম্পন্ন

কুয়েটে ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করলেন উপাচার্য ও উপ-উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।