সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আশাশুনিতে জরার্জীণ সড়কে চলাচলে সাধারন মানুষ ভোগান্তির স্বীকার | চ্যানেল খুলনা

চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে শালখালী বাজার টু কালিবাড়ী বাজার সড়ক

আশাশুনিতে জরার্জীণ সড়কে চলাচলে সাধারন মানুষ ভোগান্তির স্বীকার

আশাশুনি প্রতিনিধিঃআশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী বাজার টু চাম্পাফুল কালিবাড়ী বাজার সড়কের বিভিন্ন স্থানে দেবে গিয়ে করুন অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সড়কে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবী অপরিকল্পীত মৎস্য ঘের পরিচালনা এবং ভারী যানবাহন চলাচলের ফলে রসালো মাটিতে সড়কটির কোন কোন স্থানে এক থেকে দুই ফুট কওে বসে গেছে। এ সড়কটি দিয়ে শোভনালী, আশাশুনি সদর, কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষ উপজেলা ও সাতক্ষীরা জেলা শহরে যাতায়াত করে থাকে। এছাড়া শোভনালী ইউনিয়নের কয়েকটি গ্রামের সাধারণ মানুষের আশাশুনি উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সড়ক হিসেবে এ সড়কটি ব্যবহার করে থাকে। সরেজমিন গিয়ে দেখা গেছে, চাম্পাফুল কালিবাড়ী বাজার থেকে শালখালী বাজারের গোদাড়া, বালিয়াপুর, বাটরা, শালখালী বাজার টাওয়ার সংলগ্ন সড়কসহ দীর্ঘ ৬ কিলোঃ সড়কের অধিকাংশ স্থানে পিচ পাথর উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসকল জরার্জীণ সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি মৃত্যুকোপে পরিণত হয়েছে। অন্যদিকে, প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনার মত ঘটনা। স্থানীয়রা জানান, সড়কের উভয় পাশে স্থানীয় মৎস্য চাষীরা উক্ত সড়কটি তাদের মৎস্য ঘেরের একটি বাঁধ হিসেবে ব্যবহার করায় এবং ঘেরের পানি চুইয়ে সড়কের মাটি রসালো হয়ে পড়ে। ফলে অতিরিক্ত ভারী যানবাহন ওভারলোড নিয়ে এ সড়কে ভারী যানবাহন চলাচল করায় সড়কের একাধিক স্থানে এক থেকে দুই ফুট করে সড়ক দেবে গেছে। কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবির হোসেন জানায়, উক্ত সকড় দিয়ে তারা প্রতিনিয়ত বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। সড়কটি জরার্জীণ হওয়ায় ভোগান্তির অন্ত থাকে না তাদের। সড়কে চলাচলকারী মটরসাইকেল চালক আমিনুর রহমান বলেন, জরার্জীণ এ সড়কের সুচালো পাথরের কারণে ছোট যানবাহনের টিউ ও টায়ার বাস্ট হয়ে যানবাহন সড়কের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় প্রতিনিয়ত। এব্যাপারে আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং টেন্ডারের প্রস্তুতি চলছে। টেন্ডার হলেই সংস্কার কাজ শুরু করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তালায় খলিলনগর স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনিতে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি উৎযাপন

তালায় চুক্তি ভঙ্গের অভিযোগে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।