সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আলোচিত সেই শরণখোলায় দুই স্কুল শিক্ষক বরখাস্ত! | চ্যানেল খুলনা

আলোচিত সেই শরণখোলায় দুই স্কুল শিক্ষক বরখাস্ত!

স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দ্ধায়ের করা মামলায় বাগেরহাটের শরণখোলার একটি সরকারী হাই স্কুলের দুই শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে । শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সরদার মোঃ মোস্তফা শাহীন ৬অক্টোবর (মঙ্গলবার) এ আদেশ দেন ।
খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের (ভোকেশনাল শাখার) দশম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক মোঃ শাহিনুজ্জামানের বিরুদ্ধে । বিষয়টি ওই ছাত্রী চলতি বছরের ১৮ জানুয়ারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ গাজীকে অবহিত করেন। কিন্তু প্রধান শিক্ষক শাহিনের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন না করে উল্টো ওই শিক্ষার্থীকে তিরস্কার করেন। এ অপমান সইতে না পেরে ওই ছাত্রী (ইদুর মারার ওষুধ) বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে স্কুলের সহকারী শিক্ষক মোঃ শাহিনুজ্জামান (৪৪), প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ গাজী (৫৮) কে বিবাদী করে গত ২৩ জানুয়ারী শরনখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দ্ধায়ের করেন । উক্ত মামলায় গত ৫অক্টোবর (সোমবার ) দুপুরে ওই দুই শিক্ষক আদালতে হাজির হলে বাগেহাটের নারী-শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন । পরে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (মঙ্গলবার) দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ গাজী ও সহকারী শিক্ষক মোঃ শাহিনুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ দেন এবং একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অমেলিন্দু হালদারকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দ্ধায়িত্ব পলনের নির্দেশ দেন । ।উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন , ওই শিক্ষক দ্ধয়কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে । মামলা নিস্পিতি না হওয়া পর্যুন্ত তারা বিদ্যালয়ের কোন দ্ধায়ত্ব পালন করতে পারবেন না । তবে , জীবন ধারনের জন্য বেতনের অর্ধেক অংশ পাবেন ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকার

বয়রায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

শিক্ষকদের অযৌক্তিক আন্দোলনে স্কুলে পড়ালেখা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শিববাড়ি মোড়ে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলা

খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার

খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।