ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে সুন্দর বাংরাদেশ গড়তে চাই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে শারদীয় দূর্গোৎসব- এ সার্বিক সহযোগিতার জন্য থানা, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার সভাপতিত্বকালে এসব কথা বলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি আরও বলেন হিন্দু সম্প্রদায় যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য অতীতের মতো এবারও তাদের পাশে থাকবে বিএনপি। আসন্ন দুর্গাপূজায় যাতে কেউ বিশেষ করে পতিত স্বৈরাচারের অনুচররা কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ধিসঢ়;ক্ষত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। তিনি পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, সরদার রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, আসলাম হোসেন, রিয়াজুর রহমান, আলমগীর হোসেন আলম, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, আব্দুর রব মুন্সি, মোহাম্মাদ আলী, শাহাবুদ্দিন আহমেদ, শামীম খান, শাকিল আহমেদ, জামাল মোড়ল, মোল্লা ফিরোজ, জাকারিয়া লিটন, কামাল উদ্দিন, মোস্তফা জামান মিন্টু, সুলতান মাহমুদ সুমন, মিজানুর রহমান মিজান, সেলিম বড় মিয়া, সামসুল আলম বাদল, ইউনুচ শেখ, শরিফুল ইসলাম সাগর, আসমত হোসেন, আলম হাওলাদার, আল আমিন তালুকদার প্রিন্স, মুশফিকুর রহমান অভি, জাহাঙ্গীর হোসেন, পারভেজ মোড়ল, হুমায়ুন কবির, সাইমুন ইসলাম রাজ্জাক, রাজিবুল আলম বাপ্পি, সজল আকন নাসিব, মাসুদ পারভেজ, রুহুল আমিন রাসেল, মামুনুর রহমসান, কামরুজ্জামান সিরাজ, সিরাজুল ইসলাম সিরাজ, আবু দাউদ খান, গিয়াস উদ্দিন, আবুল কাশেম, আশিকুর রহমান সেলিম, রাজিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মহিউদ্দিন মনি, ইনামুল কবির, রিফাত প্রমুখ।