সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ বছরে প্রথম চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন | চ্যানেল খুলনা

৬ বছরে প্রথম চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তির প্যারেডে যোগ দিতে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার, এ তথ্য জানিয়েছে দুই দেশ। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বিশ্বনেতাদের সঙ্গে কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিম।

আগামী বুধবার, বেইজিংয়ে অনুষ্ঠিত হবে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তির পাশাপাশি জাপানের আগ্রাসনের বিরুদ্ধে চীনা প্রতিরোধের উদ্‌যাপনেও এই প্যারেডের আয়োজন করা হয়েছে। ওই প্যারেডে কিম জং উন ছাড়াও উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২৬টি দেশের নেতারা। সামরিক কুচকাওয়াজে যোগ দিতে আসা অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন ইরান, বেলারুশ, সার্বিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান এবং মালয়েশিয়ার নেতারা। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর কোনো নেতা এতে অংশ নেবেন না বলে ধারণা করা হচ্ছে। মনে করা হচ্ছে, এই কুচকাওয়াজে চীনের কিছু নতুন অস্ত্র প্রদর্শন করা হবে এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিং একটি ভাষণ দেবেন।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হং লেই বলেন, ‘চীনের এমন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে স্বাগত জানাই।’

সবকিছু ঠিক থাকলে, ২০১৯ সালের পর এটিই হবে তার প্রথম চীন সফর। ২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর তিনি সি চিনপিং, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকের সবই দ্বিপক্ষীয় ছিল, কোনো বহুপক্ষীয় অনুষ্ঠানে তিনি অংশ নেননি। এবারই প্রথম একটি বহুপক্ষীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২০১৮-২০১৯ সালের মধ্যে চীনে সির সঙ্গে চারবার দেখা করেছেন কিম।

চীন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এবং প্রধান সাহায্যকারী দেশ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে, ইউক্রেন যুদ্ধের জন্য সেনা ও গোলাবারুদ সরবরাহের পরিবর্তে অর্থনৈতিক ও সামরিক সাহায্য নিচ্ছে। তবে বিশ্লেষকেরা মনে করছেন, উত্তর কোরিয়ার জন্য চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়া থেকে সীমিত সুবিধা পাওয়া সম্ভব এবং যুদ্ধ শেষ হলে রাশিয়ার সঙ্গে সহযোগিতার মাত্রা স্থায়ী না হওয়ার সম্ভাবনাও আছে।

২০২৩ সালে উত্তর কোরিয়ার মোট বিদেশি বাণিজ্যের প্রায় ৯৭ শতাংশই হয়েছে চীনের সঙ্গে, আর রাশিয়ার সঙ্গে মাত্র ১ দশমিক ২ শতাংশ।

অনেকে বলছেন, কিমের চীন সফরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প-কিম আলোচনার একটি যোগসূত্র থাকতে পারে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ কয়েকবার কিম জং উনের সঙ্গে আলোচনার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, উত্তর কোরিয়া বারবার তা প্রত্যাখ্যান করেছে। তবে বিশ্লেষকেরা মনে করেন, যদি যুক্তরাষ্ট্র বড় ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিত দেয়, তাহলে উত্তর কোরিয়া আলোচনায় আসতে পারে।

সিউলের ইওহা উইমেন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের অধ্যাপক লেইফ-এরিক ইসলি বলেন, ‘উত্তর কোরিয়ার শাসনের জন্য চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন অপরিহার্য হলেও, মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের অবৈধ সহযোগিতা বেইজিংয়ের সঙ্গে তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে।’ ইসলি আরও বলেন, ‘শক্তিশালী অবস্থান থেকে ট্রাম্পের সঙ্গে পুনরায় যুক্ত হতে কিম এখন সি-এর সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন, এবং বেইজিংয়ের কুচকাওয়াজে অংশ নেওয়া সেই চেষ্টারই একটি দৃশ্যমান উপায়।’

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল চীন

ইসরায়েলি হামলায় রয়টার্স, এপি, আল-জাজিরা ও ইনডিপেনডেন্টের সাংবাদিক নিহত

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

৩০ দিন আটক থাকলেই পদ হারাবেন এমপি-মন্ত্রী—বিল নিয়ে ভারতে উত্তেজনা

ট্রাম্পের মন পেতে মরিয়া জেলেনস্কি, এলেন ফরমাল পোশাকে, বারবার ধন্যবাদ দিলেন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।