সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা জেলা ছাত্রলীগের সম্পাদক | চ্যানেল খুলনা

২৬ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা জেলা ছাত্রলীগের সম্পাদক

চ্যানেল খুলনা ডেস্কঃবিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় পুলিশ সুপার বলেন, সাতক্ষীরায় বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, টাকা ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত মোট ৯ জন। এর মধ্যে গ্রেফতারকৃত ৭ জনের মধ্যে দুইজন বন্দুকযুদ্ধে নিহত হয়। আর অন্য দুই আসামি আজিজুর ও সামী হাসান সোহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছিনতাইয়ের ঘটনায় সাদিকের সম্পৃক্ততার কথা স্বীকার করে। বন্দুকযুদ্ধে নিহত দুই আসামি হলেন- সাইফুল ইসলাম ও মামুনুর রহমান দ্বীপ।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন, গত ৩১ অক্টোবর কালিগঞ্জ উপজেলার পাওখালি থেকে বিকাশের দুই এজেন্টকে গুলি করে মোটরসাইকেল থেকে নামিয়ে ২৬ লাখ টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাইফুল ও দ্বীপকে গ্রেফতার করা হলে তারাও নিজেদের অপরাধ স্বীকার করে জানায় এই ছিনতাইয়ের মূলহোতা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। পরে তাদের কাছ থেকে ৩টি অস্ত্র, গুলি, দুটি মোটরসাইকেল এবং নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, সাইফুল ও দ্বীপ বন্দুকযুদ্ধে নিহত হলেও সৈয়দ সাদিকুর রহমান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সাদিকসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত ৩ জনকে পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ করছে জানিয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ আরও অনেকে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

বন্দর নগরী বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা!

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, মুমুর্ষ অবস্থায় হাসাপাতালে ভর্তী!

তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সাতক্ষীরা ৫ মে থেকেই বাজারে আসবে আম

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে একজন নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।