সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১২৬ কোটি টাকা আত্মসাৎ : সোনালী ব্যাংকের ৪ কর্মকর্তা কারাগারে | চ্যানেল খুলনা

১২৬ কোটি টাকা আত্মসাৎ : সোনালী ব্যাংকের ৪ কর্মকর্তা কারাগারে

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চার কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- জিএম নেপাল চন্দ্র সাহা (তৎকালীন খুলনা কর্পোরেট শাখার ডিজিএম), ব্যাংকের খুলনা কর্পোরেট শাখার সাবেক ডিজিএম সমীর কুমার দেবনাথ, এসপিও শেখ তৈয়াবুর রহমান ও সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান।এর আগে বৃহস্পতিবার মহানগর জ্যেষ্ঠ বিশেষ আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক মো. শহিদুল ইসলাম আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়ার আগ পর্যন্ত উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন ওই চার কর্মকর্তা। মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামি সোনালী জুট মিলসের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন পলাতক।মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পরের যোগসাজশে সোনালী জুট মিলসের নামে তিন দফায় ব্যাংক থেকে মোট ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নিয়ে কোনো মালামাল না কিনে আত্মসাৎ করেন। এতে সরকারের সুদাসলে মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা করে দুদক।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।